Entertainment

ছাদনাতলায় রঙ্গ সম্রাজ্ঞী

Published by
News Desk

কমেডি সার্কাসের লালি কে মনে আছে? নিশ্চয়ই মনে থাকবে। কারণ কমেডি জগতে ভারতী সিং এমন এক নাম যাকে অস্বীকার করার কোনও জায়গা তিনি রাখেননি। কথায় কিভাবে তড়কা মেশাতে হয় তা ভারতী বেশ নিপুণ ভাবে রপ্ত করেছেন। যার ঝলক দেখতে পাওয়া যায় বিভিন্ন রিয়েলিটি শো-তে। ইতিমধ্যেই দেশ জুড়ে তাঁর ফ্যানের সংখ্যা কম নয়।

হ্যাঁ আর দশ জনের মত ছিপছিপে যুবতী তিনি নন। কিন্তু তাঁর কমেডির দক্ষতা তাঁকে অনেক উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। কখনও বিগ বস, তো কখনও একাধিক সিনেমায় তাঁকে দেখা গেছে। হাস্যরসে ভরা বছর ৩৩-এর এই সেরা কমেডিয়ান বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন খুব শীঘ্রই। ২০১৭-র জানুয়ারিতেই বাগদান পর্ব সারা হয়ে গিয়েছিল ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়ার। ভারতীর সঙ্গে যিনি গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি হলেন কমেডি সার্কাসের স্ক্রিপ্ট রাইটার। কমেডি সার্কাসের মঞ্চ থেকেই তাঁদের প্রেমের সূত্রপাত বলতে পারা যায়।

চলতি বছরের ৩ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন হর্ষ ও ভারতী। তার আগেই ব্যাচেলর পার্টি নিয়ে তুমুল হৈচৈ করছেন পাত্র পাত্রী। সামনেই বিয়ে। তাই আপাতত বিয়ে নিয়ে ভীষণ উচ্ছ্বাসিত ভারতী।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

Share
Published by
News Desk