Entertainment

মিস থেকে মিসেস হলেন কমেডি কুইন ভারতী

Published by
News Desk

সাতপাকে বাঁধা পড়লেন ভারতবর্ষের জনপ্রিয় মহিলা কমেডিয়ান ভারতী সিং। পাত্র হর্ষ লিম্বাচিয়া কমেডি সার্কাসের স্ক্রিপ্ট রাইটার। কমেডি সার্কাসের মঞ্চ থেকেই তাঁদের প্রেমের সূত্রপাত বলতে পারা যায়। হিন্দু বিবাহরীতির সমস্ত রীতিরেওয়াজ মেনেই স্বামীস্ত্রী হিসেবে জীবনে নতুন পথ চলা শুরু করলেন ভারতী ও হর্ষ। রবিবার রাতে গোয়ায় ভারতীর জমকালো বিয়ের আসর বসে।

গোলাপি ও নীল রঙের লেহেঙ্গা চোলিতে নববধূ ভারতীর পাশে চমৎকার দেখাচ্ছিল সাদা নীল শেরওয়ানি পরিহিত হর্ষকে। আলো ঝলমলে হাসির রানি ভারতীর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের টেলি জগতের তারকাসহ বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন। নব দম্পতির ভবিষ্যৎ জীবন সুখের হোক কামনা করে অভিনন্দন জানান তাঁরা। বিয়ের পর মধুচন্দ্রিমা যাপনের জন্য ইউরোপ ভ্রমণকে বেছে নিয়েছেন নবদম্পতি।

Share
Published by
News Desk