National

ইভিএম হ্যাকের দাবিকে কংগ্রেসের ষড়যন্ত্র বলে দাবি বিজেপি-র

Published by
News Desk

২০১৪ সালে লোকসভা নির্বাচনে রিগিং হয়েছিল। ইভিএম হ্যাক করা হয়ে থাকতে পারে। মার্কিন মুলুকে বসবাসকারী সৈয়দ সুজা নামে এক ব্যক্তি নিজেকে সাইবার বিশেষজ্ঞ বলে দাবি করে এমন চাঞ্চল্যকর বিষয় সামনে আনতেই শুরু হয় রাজনৈতিক মহলে তোলপাড়। অভিযোগের আঙুল ছিল বিজেপির দিকে। এদিন তার উত্তর দিল বিজেপি। বিজেপির নেতা তথা কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এদিন পাল্টা প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা কপিল সিব্বল সে সময় ওখানে কী করছিলেন? তাঁর দাবি, আসলে এটা সবটাই কংগ্রেসের ষড়যন্ত্র। তাদের সাজানো।

রবিশঙ্কর প্রসাদের আরও দাবি, ২০১৪ সালে লোকসভা নির্বাচন জিতে তাঁরা ক্ষমতায় আসেন। তার আগে ক্ষমতায় ছিল ইউপিএ সরকার। সেক্ষেত্রে ইভিএম-এ কারসাজির সুযোগ কোথায়? তাহলে কী সৈয়দ সুজার দাবি মেনে এ বিষয়ে তদন্ত হবে? কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এক্ষেত্রে কংগ্রেসের ‘জালিয়াতি’ প্রকাশ্যে আনতেই তাঁরা বেশি পছন্দ করবেন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk