National

হিমাচলে গুরুয়া ঝড়ের পর মুখ্যমন্ত্রী কে? উত্তর খুঁজছে বিজেপি

Published by
News Desk

হিমাচল প্রদেশে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছে বিজেপি। ৬৮ আসনের বিধানসভায় তাদের দখলে এসেছে ৪৪টি আসন। দুরন্ত জয়ের সেই খুশির রেশ হাল্কা হতেই নতুন চিন্তা এবার উঁকি দিতে শুরু করেছে গেরুয়া শিবিরে। হিমাচলে যেখানে গেরুয়া ঝড় বয়ে গেছে, সেখানে ভোটের আগে বিজেপির তরফে রাজ্যের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরা প্রেমকুমার ধূমলই হেরে গিয়েছেন। ৭৩ বছরের এই নেতার হার হিমাচলে কংগ্রেস শাসনের সমাপ্তি ঘটিয়ে বিজেপির দুরন্ত উত্থানের মধ্যেও কাঁটার মত বিঁধছে।

ধূমল হেরে গেছেন। তাই নয়া মুখ্যমন্ত্রীর খোঁজ শুরু করেছে দল। বিজেপি সূত্রের খবর, যে দৌড়ে আপাতত এগিয়ে ২ বিজেপি নেতা জেপি নাড্ডা ও জয় রাম ঠাকুর। এমনকি ধূমলের ছেলে অনুরাগ ঠাকুরও তৃতীয় ভাবনা হিসাবে সামনে উঠে এসেছেন। এখন হিমাচলে বিজেপি কাকে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেয় সেদিকেই চেয়ে সকলে।

Share
Published by
News Desk