National

বিজেপির সদর দফতরেই বিজেপি সাংসদকে লক্ষ্য করে উড়ে এল জুতো

Published by
News Desk

তিনি বিজেপি সাংসদ। তিনি বিজেপির মুখপাত্রও বটে। সেই জিভিএল নরসিমা রাও-এর দিকে উড়ে এল জুতো। তাও আবার কোথায়! খোদ বিজেপির সদর দফতরে! বৃহস্পতিবার বিজেপি সদর দফতরে একটি সাংবাদিক বৈঠক ডাকেন নরসিমা রাও। সেখানে তাঁর বক্তব্য পেশ করছিলেন তিনি। এমন সময় আচমকাই তাঁর দিকে উড়ে আসে একটি জুতো। অতর্কিতে কিছু মুখের সামনে উড়ে এলে যে স্বাভাবিক অভিব্যক্তি সব মানুষের হয় তেমনই অবস্থা হয় বিজেপি সাংসদের। যদিও জুতোটি তাঁর গায়ে লাগেনি। লাগে গিয়ে তাঁর সামনে থাকা মাইকে।

এই ঘটনার সঙ্গে সঙ্গেই নরসিমা রাও দাবি করেন এটাও কংগ্রেসের একটি নিন্দনীয় কাজ। কংগ্রেসের দ্বারা উদ্বুদ্ধ কোনও ব্যক্তি একাজ করেছেন। এদিকে যে ব্যক্তি জুতোটি ছোঁড়ে সেই মধ্য বয়সী ব্যক্তিকে জাপটে ধরে নেন বিজেপি কর্মীরা। তারপর তাকে দ্রুত টেনে বাইরে নিয়ে যাওয়া হয়। পরে তাকে আটক করে পুলিশ। পুলিশ জানাচ্ছে, আটক ব্যক্তির নাম শক্তি ভার্গভ। পেশায় চিকিৎসক। কানপুরের বাসিন্দা। তার ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনেক খোলাখুলি বক্তব্য দেখতে পেয়েছে পুলিশ।

এদিন ঘটনার পরও নিজের বক্তব্য চালিয়ে যান জিভিএল নরসিমা রাও। তিনি বারবার সাংবাদিকদের বসার জন্য অনুরোধ করতে থাকেন। এই ঘটনায় খুব স্বাভাবিকভাবেই উপস্থিত সাংবাদিকদের মধ্যেও উত্তেজনার সৃষ্টি হয়। তবে না থেমে স্বাভাবিকভাবেই তাঁর সাংবাদিক বৈঠকটি শেষ করেন নরসিমা রাও।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk

Recent Posts