National

অবাক হওয়ার কিছু নেই, কংগ্রেসকে ‘পরিবারতান্ত্রিক’ বলে খোঁচা বিজেপি-র

Published by
News Desk

প্রিয়াঙ্কা গান্ধী বঢরার কংগ্রেসের সাধারণ সম্পাদক পদ পাওয়া, কংগ্রেসের তরফে পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব পাওয়ার মধ্যে অবাক হওয়ার মত কিছু দেখছেন না কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। কংগ্রেসকে খোঁচা দিয়ে তিনি বলেন, এমন একটি ‘পরিবারতান্ত্রিক’ দলে এটা হতেই পারে। এতে অবাক হওয়ার কিছু নেই। বিস্ময় প্রকাশ করে তিনি এও জানান, কেবল পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব কেন? প্রিয়াঙ্কা গান্ধী বঢরার তো আরও বড় দায়িত্ব পাওয়া উচিত ছিল!

সকলকে অবাক করে দিয়ে বুধবার প্রিয়াঙ্কা গান্ধী বঢরার নাম দলের সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করেন রাহুল গান্ধী। কংগ্রেসের জন্য পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বও বোনের হাতে তুলে দেন তিনি। এরপর যে বিজেপির কাছ থেকে এমন এক খোঁচা আসতে চলেছে তা রাজনৈতিক মহলের কাছে আশ্চর্যের নয়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk