Kolkata

সোশ্যাল সাইটে ঘোষণা করে তৃণমূল ছাড়লেন বাইচুং ভুটিয়া

Published by
News Desk

আজ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সদস্যপদ সহ যাবতীয় সরকারি ও রাজনৈতিক পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিলাম। আমি এখন আর ভারতের কোনও দলের সঙ্গে যুক্ত বা তাদের সদস্য নই। সোমবার প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়ার এই ট্যুইটে শোরগোল পড়ে গিয়েছে। এদিন ফেসবুক ও ট্যুইটারের মত ২টি সোশ্যাল সাইটকে নিজের ইস্তফা ঘোষণার প্ল্যাটফর্ম হিসাবে গ্রহণ করেন তিনি। স্বভাবতই সকলের একটাই প্রশ্ন কেন এমন সিদ্ধান্ত? কিন্তু সে বিষয়টা এখনও পরিস্কার নয়। কারণ বাইচুং কোনও কারণ দর্শাননি।

২০১৩ সালে তৃণমূলে যোগ দেওয়ার পর ২০১৪ সালে দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপির এসএস আলুওয়ালিয়ার কাছে পরাজিত হন। ২০১৬-র বিধানসভা নির্বাচনে শিলিগুড়িতে সিপিএমের অশোক ভট্টাচার্যে কাছের হারতে হয় তাঁকে। পরপর দুই নির্বাচনে তৃণমূলের টিকিটে হারের পর থেকে তৃণমূলের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হচ্ছিল। গত বছর গোর্খাল্যান্ড আন্দোলনে পাহাড়ে অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই গোর্খাদের পাশে দাঁড়িয়ে নিজেকে দলের মধ্যে আরও চক্ষুশূল করে ফেলেন তিনি। তারপর হয়তো দলে আর পাত্তা পাচ্ছিলেন না পাহাড়ি বিছে। রাজনৈতিক মহলের ধারণা তাই অবশেষে তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করলেন বাইচুং ভুটিয়া।

Share
Published by
News Desk

Recent Posts