World

জার্মানিতে ফের ঘাতক ট্রাকের হামলা, চাকায় পিষে মৃত ১২

Published by
News Desk

জার্মানির বার্লিনে বসেছিল বড়দিনের বাজার। কেনাকাটাও চলছিল পুরোদমে। আর ঠিক তখনই মূর্তিমান মৃত্যুর মত দুরন্ত গতিতে ঢুকে এল একটা অতিকায় ট্রাক। গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার! একটা ভিড়ে ঠাসা বাজারে এতটুকুও গতি না কমিয়ে বরং হুড়মুড়িয়ে তা উঠে আসে ফুটপাতের ওপর। তারপর ক্রেতা বিক্রেতা নির্বিশেষে ভারী চাকার তলায় আদিম উল্লাসে পিষে দিতে থাকে সকলকে। গুঁড়িয়ে দিতে থাকে সারিসারি দোকানের পসরা। চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ জনের। আহত ৫০ জন। পরে ওই ট্রাকের চালককে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় জঙ্গি যোগের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। গত ১৪ জুলাই বাস্তিল দিবসের ভিড়েও ঠিক এভাবেই ঢুকে পড়েছিল একটা ঘাতক ট্রাক। পিষে দিয়েছিল ৮৬ জনকে।

 

Share
Published by
News Desk