Categories: World

জার্মানিতে বিস্ফোরণ, মৃত ১

Published by
News Desk

বোমা বিস্ফোরণে মৃত্যু হল ১ জনের। ঘটনাটি ঘটেছে জার্মানির বার্লিনে। এদিন দিনের ব্যস্ত সময়ে বার্লিনের চারলোটেনবার্গে আচমকাই একটি বিস্ফারণটি হয়। বিস্ফোরণে একটি গাড়ি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালকের। তবে বিস্ফোরণে আর কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে বিস্ফোরকটি গাড়ির মধ্যেই রাখা ছিল, না তা বাইরে থেকে গাড়ির ওপর পড়ে তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞেরা। কী ধরণের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল তাও খিতেয় দেখা হচ্ছে। কোনও সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

Share
Published by
News Desk
Tags: Germany

Recent Posts