Horoscope

কন্যা রাশির পুজোর মাসটা কেমন যাবে, মহালয়া ২১ সেপ্টেম্বর থেকে ভাইফোঁটা ২৩ অক্টোবর পর্যন্ত

লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে পুজোর মাসের রাশিফল। কন্যা রাশির কেমন যাবে মহালয়া থেকে ভাইফোঁটা, পুজোর মাসটা, তার আগাম ধারনা।

দেহ মন সংসার ও অন্যান্য সার্বিক চাপ অস্বস্তি আর অস্থিরতার মধ্যে দিয়েই এবারের পুজোর দিনগুলো কাটবে। পরিস্থিতি প্রীতিকর না থাকলেও টুক করে কোথাও বেড়াতে যেতে পারেন। অর্থভাগ্য থাকবে সচ্ছল। ব্যয় চাপ থেকে যাবে। অর্থ কিংবা কোনও দ্রব্যলাভ হবে। কোনও জিনিস অথবা অর্থ হারানোর সম্ভাবনা। পা মচকে যাওয়া সম্পর্কে সাবধান। কোনও নিকট আত্মীয়ের বাড়ি শুভ কর্মানুষ্ঠানে নিমন্ত্রিত হওয়া, দেবালয় ভ্রমণ, খুব ভালো খাবার খাওয়া হবে। প্রেমিক প্রেমিকাদের কখনও আনন্দ আবার কখনও মনটা ভরে উঠবে বিষণ্ণতায়।

এই রাশির অধিপতি গ্রহ বুধ। ভাবাবেগের রাশি। উক্ত রাশির জাতক জাতিকাদের মুখশ্রীতে প্রতিফলিত রয়েছে সৌম্যভাব। স্মৃতিশক্তির প্রখরতায় এরা অনেক বিষয়ই কণ্ঠস্থ করতে সমর্থ হয়।

এদের চরিত্রের মধ্যে নির্মল নির্লোভ কমনীয়তা থাকে তাই খুব সহজেই শত্রুকে বশীভূত করতে সক্ষম হয়।

এই রাশির প্রেমাবেদন থাকে অতিমাত্রায়। বিপরীত লিঙ্গকে দ্রুত আকর্ষণ করতে পারে। বিবাহ প্রায়ই অসবর্ণ পরিচিতের মধ্যে হয়ে থাকে।

সরলতার মধ্যে রয়েছে আত্মবিশ্বাস ও মানসিক সংযম। নিজ প্রচেষ্টা এবং অন্যের সহায়তা এ দুইয়ের মিলনে আসে প্রতিষ্ঠা। স্বভাবে বুধ তমোধর্মী তাই এ রাশি বৈরাগ্যকে আশ্রয় করে এগিয়ে চলতে চায় না।

ভালোবেসে বিয়ে করলেও স্বামী ও স্ত্রী প্রায়ই মনোমতো হয় না। সংগীত সাহিত্য শিল্পের প্রতি আকর্ষণ যেন সহজাত।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *