Horoscope

বৃষ রাশির পুজোর মাসটা কেমন যাবে, মহালয়া ২১ সেপ্টেম্বর থেকে ভাইফোঁটা ২৩ অক্টোবর পর্যন্ত

লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে পুজোর মাসের রাশিফল। বৃষ রাশির কেমন যাবে মহালয়া থেকে ভাইফোঁটা, পুজোর মাসটা, তার আগাম ধারনা।

বাধা সত্ত্বেও গতবছরের তুলনায় এবছর অনেকটাই ভালো। কমবেশি আর্থিক উন্নতি হবে। আগামী দিনে আরও খানিকটা হবে। দেহ ও মনের অনেক স্বস্তি আসবে। নিজ কিংবা কোনও নিকট আত্মীয়ের গৃহে শুভ কর্মানুষ্ঠান, নিকট ভ্রমণ, কমবেশি অর্থাগম, কোনও দ্রব্যলাভ হবে। স্বাস্থ্য ভালোই যাবে। গৃহে অতিথি ও স্বজনদের আগমন আনন্দ দেবে। এবারের পুজোয় খাওয়া দাওয়াটা বেশ ভালোই হবে। কোনও ভালো সংবাদ পাবেন। ধর্মীয় জীবনে প্রতি আকর্ষণ বাড়বে। প্রেমিক প্রেমিকাদের দিনগুলো কাটবে প্রীতি ও আনন্দের মধ্যে দিয়ে। হঠাৎ করেই কোনও দেবালয় ভ্রমণ হবে।

অষ্টাদশ সিদ্ধির নায়ক ধারক ও বাহক সর্বশাস্ত্র প্রবক্তা শুক্রাচার্য। শুধু ত্যাগেই ধর্ম হয় না, ভোগের মধ্যে দিয়েই চলে ত্যাগের সন্ধান। কামনা বাসনা পরিত্যাগ করে কখনও বৈরাগ্যের ভিত্তি স্থাপিত হয় না।

ভোগবাদী হলেও সত্ত্বগুণাশ্রয়ী শুক্র এ সত্য বুঝেছিলেন। রজোগুণে ভরা শুক্রের প্রভাবাশ্রিত রাশি বৃষ। কর্মযোগী শুক্র। কর্মের ভিতর দিয়ে এ রাশির জাতক জাতিকার চলে আত্মপ্রতিষ্ঠার চেষ্টা।

শুক্রের প্রভাব থাকায় বৃষরাশির জাতক জাতিকাদের মন উদার উন্নত হয়। দুঃখ দুর্দশাকে লাঘব করে অন্তরে নির্মল আনন্দলাভের প্রচেষ্টাই চলে অহরহ। সাহিত্যে শিল্পে শাস্ত্রানুশীলনে শুভ শুক্রের প্রভাব থাকে বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে। জীবন সংগ্রামে এদের পরাজয় খুব কমই ঘটে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *