Horoscope

ধনু রাশির পুজোর মাসটা কেমন যাবে, মহালয়া ২১ সেপ্টেম্বর থেকে ভাইফোঁটা ২৩ অক্টোবর পর্যন্ত

লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে পুজোর মাসের রাশিফল। ধনু রাশির কেমন যাবে মহালয়া থেকে ভাইফোঁটা, পুজোর মাসটা, তার আগাম ধারনা।

গতবছরের তুলনায় এবছর দেহ ও মনের অনেকটা স্বস্তি আসবে। আর্থিক অবস্থা থাকবে সচ্ছল। কর্মক্ষেত্র চলবে সাধারণভাবে। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। দূর ভ্রমণে বাধা। হঠাৎ কোনও পুরনো দেবালয় ভ্রমণ হবে। গৃহে আত্মীয় সমাগমে মনের প্রফুল্লতা বৃদ্ধি, কোনও সুসংবাদ আনন্দ দেবে। কারও দীক্ষা হতে পারে। পুরনো কোনও শত্রু শত্রুতা করে ক্ষতিসাধনে সমর্থ হবেনা। প্রেমিক প্রেমিকাদের পুজোর অধিকাংশ দিনগুলো কাটবে আনন্দে। দেহ সুস্থ থাকবে। মনটাও থাকবে অনেক স্বস্তিতে। সন্তান বিব্রত করতে পারে।

এই রাশিতে দেবগুরু বৃহস্পতির ভাব তেজোধর্মী। এই রাশির জাতক জাতিকাদের মধ্যে মূর্ত হয়ে উঠেছে দ্ব্যত্মক ভাব। একইসঙ্গে রজো ও সত্ত্বগুণের সমাহার।

এদের ভিতর প্রচ্ছন্ন থাকে অহংকার। অন্যায়ের প্রতিবাদ করতে এরা মুখর। এরা চট করে কাউকে বিশ্বাস করতে পারে না। সন্দেহের ভাবটা থাকে ঘরে বাইরে।

যোগ্যতার তুলায় এরা উপার্জন করে বেশি। এই রাশির মধ্যে দয়া মায়া সহিষ্ণুতাও অনেক বেশি। আত্ম প্রতিষ্ঠা আসে নিজ চেষ্টায়। অন্যের উপর এদের ভরসা কম।

নিজের কাজ নিজেই করতে বেশি ভালোবাসে। জাতকের মধ্যে স্ত্রৈণের সংখ্যা কম। অসদুপায়ে কিছু অর্থ জীবনের কোনও না কোনও সময়ে এসে যায়।

বিবাহের পরবর্তীকালে ভাগ্যের প্রকৃত বিকাশ ঘটে। বিবাহিতজীবনে স্ত্রীর সঙ্গে প্রায়ই মতের মিলের অভাব দেখা দেয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *