Horoscope

মীন রাশির পুজোর মাসটা কেমন যাবে, মহালয়া ২১ সেপ্টেম্বর থেকে ভাইফোঁটা ২৩ অক্টোবর পর্যন্ত

লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে পুজোর মাসের রাশিফল। মীন রাশির কেমন যাবে মহালয়া থেকে ভাইফোঁটা, পুজোর মাসটা, তার আগাম ধারনা।

এ মাসটায় কেমন যেন একটা অস্থিরতায় ভুগবেন। কোনও কাজে বেরিয়ে অকারণ ঘোরাঘুরি হবে। কোনও পরিকল্পনায় আশানুরূপ ফলপ্রসূ কিছু হবেনা। প্রায়ই কারও না কারও সঙ্গে ভুল বোঝাবুঝি ও মতবিরোধ লেগে থাকবে। কিছু উপহার পাবেন তবে মনের মতো হবেনা। প্রাচীন কোনও দেবীমন্দিরে যাবেন। বাড়িতে ছোটখাটো কোনও অনুষ্ঠান হবে। অর্থাগমে বিরতির কোনও প্রশ্ন নেই। স্বাস্থ্য ভালো যাবেনা। অনেকের দীক্ষা লাভ হবে। শত্রু ভয় নেই। অপ্রত্যাশিত কিছু অর্থ অথবা দ্রব্য লাভ হবে। প্রেমিক প্রেমিকাদের পুজোর মাসের অধিকাংশ দিনগুলো কাটবে একের সঙ্গে অপরের অশান্তিতে। উভয়ের কারও মেজাজ ঠিক থাকবেনা।

দেবগণের ঋষি অঙ্গিরার পুত্র দেবগুরু বৃহস্পতি। জ্ঞানযোগী বৃহস্পতির আপন ক্ষেত্র এবং কর্মযোগী ভোগবাদী দৈত্যগুরু শুক্রাচার্যের তুঙ্গক্ষেত্র মীন রাশি।

তাই এই রাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে সত্যের পরিচয়, কর্তব্যনিষ্ঠা ও আদর্শবাদের বলিষ্ঠ প্রকাশ। আধ্যাত্মিক অনুভূতিকে এরা চিরন্তন করে রাখতে চায় মনের প্রতিটা স্তরে।

দৈত্যগুরু অন্যদিকে শিক্ষা দিয়েছেন কর্মের মধ্যে দিয়ে লাভ করতে হবে ত্যাগকে। তবে ভোগবাদকে অস্বীকার করে কিছুতেই লাভ করা যায় না ত্যাগবাদকে। চাই ভোগ, সৃষ্টি, আনন্দ, দৈহিক পরিতৃপ্তির জন্য ইন্দ্রিয়সুখ।

সত্ত্ব ও রজোগুণের এই বিকাশই প্রস্ফুটিত হয়েছে মীন রাশির জাতক জাতিকার মধ্যে। ধর্ম শুধুমাত্র ত্যাগের নয়, ভোগেরও অধিকার রয়েছে পূর্ণমাত্রায়।

এই রাশি জন্মকুণ্ডলীতে পাপগ্রহ দ্বারা পীড়িত হলে সমস্ত সত্ত্বগুণ নষ্ট হয়ে যায়। তখন ভোগের জন্য ব্যাকুল মন খুঁজে পায় না তার প্রকৃত চরিত্রকে।

রাশির উপরে শুভগ্রহের প্রভাব থাকলে জাতক জাতিকাদের মন চরিত্র সংসারজীবন ও অন্যান্য বিষয় সার্থক সুন্দর হয়ে ওঠে সবদিক থেকে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *