Horoscope

তুলা রাশির পুজোর মাসটা কেমন যাবে, মহালয়া ২১ সেপ্টেম্বর থেকে ভাইফোঁটা ২৩ অক্টোবর পর্যন্ত

লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে পুজোর মাসের রাশিফল। তুলা রাশির কেমন যাবে মহালয়া থেকে ভাইফোঁটা, পুজোর মাসটা, তার আগাম ধারনা।

অর্থাগম অব্যাহত থাকবে তবে ব্যয় চাপটা থেকে যাবে। এবারের পুজোটা কাটবে না খুব মিঠে, না খুব কড়া। শুভকর্মে অর্থব্যয় হবে। কোনও শুভ কর্মানুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পরিজনদের নিয়ে কোথাও যাওয়ার পরিকল্পনা বাতিল হতে পারে। স্বাস্থ্য চলবে গতানুগতিক ধারায়। কর্মজীবনকে কেন্দ্র করে তেমন উল্লেখযোগ্য পরিবর্তন কিছু হবেনা। কোনও সাদা দ্রব্য লাভ হবে। শত্রুদ্বারা ক্ষতির ভয় নেই। আত্মীয় ও বন্ধুদের সঙ্গে প্রীতির সম্পর্ক বজায় থাকবে। প্রেমিক প্রেমিকাদের পুজোর মাসটা কাটবে মানসিক আনন্দে। পুজোয় এবার ভালো উপহার পেতে পারেন।

শুক্রাচার্যের আনন্দময় ধাম তুলা রাশি। জাগতিক কামনাবাসনার কারক এই রাশি। প্রকাশ শক্তির বিস্তার এই রাশিতে কম। জাতক জাতিকাদের প্রকৃত মনোভাব বুঝে ওঠা দায়।

যে কোনও মুহুর্তে প্রতিষ্ঠাক্ষেত্রে বারংবার বাধা আসে তবুও শুক্রের প্রভাবে দুর্দমনীয় প্রচেষ্টা নিয়ে অগ্রসর হয়, আরও সুন্দর ও ঐশ্বর্যমণ্ডিত করে তুলতে চায় জীবনকে।

এই রাশিতে রজোগুণের প্রভাব বেশি থাকায় কর্মের উদ্যম নষ্ট হয় না। জীবনের প্রথমভাগে ভোগ বাসনা শিল্পপ্রিয়তা, মধ্যভাগে ত্যাগের মধ্যে দিয়ে জীবন পরিচালনা, শেষ ভাগে ত্যাগের খ্যাতি ছড়িয়ে পড়ে।

এদের জীবনে কর্ম প্রায় ক্ষেত্রেই অসম্পূর্ণ থাকে। এই রাশির জাতক জাতিকারা প্রশংসা ও স্তুতিপ্রিয়। সহজে অন্যের কথায় বিশ্বাসী হয়ে পরে প্রতারিত হয় মানসিক ও আর্থিক ভাবে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *