সিংহ রাশির পুজোর মাসটা কেমন যাবে, মহালয়া ২১ সেপ্টেম্বর থেকে ভাইফোঁটা ২৩ অক্টোবর পর্যন্ত
লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে পুজোর মাসের রাশিফল। সিংহ রাশির কেমন যাবে মহালয়া থেকে ভাইফোঁটা, পুজোর মাসটা, তার আগাম ধারনা।

পুজোর দিনগুলোতে মনের আনন্দ থাকবে না। একটা অজানা ভাবনায় কেমন যেন অস্থির হয়ে থাকবে। আর্থিক বিষয়ে উদ্বেগ থাকবে তবে সচ্ছলতাও থাকবে। শারীরিক আমেজ থাকবে না। কর্মক্ষেত্র থাকবে অস্বস্তিকর। গৃহে কমবেশি আত্মীয় সমাগম হবে। বাড়িতে ছোটখাটো কোনও শুভ কর্মানুষ্ঠান, দেবালয় ভ্রমণ, কাছাকাছি কোথাও বেড়াতে যাওয়া, কোনও সুন্দর উপহার পাবেন। মাঝে মধ্যে অভিমানজনিত অশান্তি ভোগও হবে। ধর্মের প্রতি আকর্ষণ বাড়বে। দীক্ষার যোগ চলছে। প্রেমিক প্রেমিকাদের পুজোর মাসটা আনন্দেই কাটবে। ভালো উপহার পাবেন।
রবির প্রভাবাশ্রিত উদ্ভাবনী শক্তির ধারক ও বাহক সিংহ রাশি। মানসিক শক্তির উৎসদাতা সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকে বলিষ্ঠ গাম্ভীর্য।
এরা জীবন পথে এগিয়ে চলে বাধাবন্ধহারা গতিতে। এদের মধ্যে রয়েছে দয়ামায়া, অনাশ্রিতকে আশ্রয়দান করার ক্ষমতা। এরা সব সময়েই কৃতজ্ঞ। দোষ স্বীকার করলে ক্ষমা করাই এদের জীবনের দস্তুর।
ভোগের মধ্যে দিয়েই এদের ভগবানকে ডাকা। সব ছেড়ে তাঁকে চাই, এমন ভাবনা এ রাশির জাতক জাতিকারা স্বপ্নেও কল্পনা করতে পারে না। ভোগবাসনা চরিতার্থ না হলে এদের মানসিকতা নিম্নাভিমুখী হয়ে পড়ে। সন্তানভাবনা অতিমাত্রায়।
রাগ ও স্পষ্টবাদিতার কারণে আত্মীয় ও বন্ধুর সংখ্যা খুবই কম। যে কোনও পরিবেশে প্রথম অবস্থায় নয়, পরে নিজেকে জাহির করার চেষ্টা।
বিবাহিত জীবনে তমোগুণী শনির প্রভাবে এ রাশির জাতক জাতিকারা শতকরা একজনও শান্তি পেয়েছে কিনা সন্দেহ। সিংহ রাশির ডিভোর্সের সংখ্যা অন্য রাশির তুলনায় বেশি।