Horoscope

মিথুন রাশির পুজোর মাসটা কেমন যাবে, মহালয়া ২১ সেপ্টেম্বর থেকে ভাইফোঁটা ২৩ অক্টোবর পর্যন্ত

লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে পুজোর মাসের রাশিফল। মিথুন রাশির কেমন যাবে মহালয়া থেকে ভাইফোঁটা, পুজোর মাসটা, তার আগাম ধারনা।

দেহ মন কর্মজীবন এবং অন্যান্য সার্বিক চাপ বাধা আর অস্থিরতা তুলনায় কম থাকবে। সার্বিক স্বস্তিও বিরাজ করবে। আর্থিক অবস্থা থাকবে প্রশান্তিকর। কথার খেলাপ হতে পারে। আত্মীয় প্রীতিতে বাধা জন্মাবে। মেজাজটা প্রায় সময়েই খিচড়ে থাকবে। কোনও মাঙ্গলিক কর্মানুষ্ঠানে অংশ গ্রহণ করবেন। কাউকে কিছু দিয়ে আনন্দিত হবেন। পাবেন যেটা তাতে মন ভরবে না। গৃহে কোনও শুভ কর্মানুষ্ঠান হবে। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। গৃহে আত্মীয় সমাগম কমবে। খরচের পরিমাণটা বেড়ে যাবে। উটকো ঝামেলায় জড়াতে পারেন। প্রেমিক প্রেমিকাদের দিনগুলো কাটবে প্রীতিতে। পুজোর দিনগুলোর অধিকাংশই কাটবে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে।

এই রাশির জাতক জাতিকারা তমোগুণাশ্রিত। মন এদের উদার, উন্নত নয়। জীবনে একদিকে যৌবনচিত কর্মচাঞ্চল্য, অন্যদিকে তেমন অপরিণত বুদ্ধির বিকাশ। এই রাশির স্বপ্নসৌধ প্রায়ই ভেঙে চুরমার হয়ে যায় নিদারুণ নির্মম বাস্তবতার আঘাতে।

দূরঅভিসন্ধিমূলক কাজে বেশি আনন্দ পায়। ব্যবসা সংক্রান্ত বুদ্ধি এদের প্রশংসনীয়। মৌলিক জ্ঞানের চেয়ে পাণ্ডিত্য বেশি। তর্কে পেরে ওঠা কঠিন।

মিথ্যা কথায় মেষ রাশির মত পটু। স্বভাব চঞ্চল বলে একাধিকবার প্রেমে পড়ে। কোনও প্রেমই দীর্ঘস্থায়ী রাখতে পারে না।

মিথুন রাশির জাতক জাতিকাদের কথার সঙ্গে কাজের সঙ্গতি প্রায়ই পাওয়া যায় না। এরা বিশ্বাস করে ঠকে। অন্যের কথায় প্রভাবিত হয়। এদের যেকোনও ভাবে পরিচিতি বেশি।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *