Horoscope

মকর রাশির পুজোর মাসটা কেমন যাবে, মহালয়া ২১ সেপ্টেম্বর থেকে ভাইফোঁটা ২৩ অক্টোবর পর্যন্ত

লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে পুজোর মাসের রাশিফল। মকর রাশির কেমন যাবে মহালয়া থেকে ভাইফোঁটা, পুজোর মাসটা, তার আগাম ধারনা।

গতবছরের তুলনায় এবছরের পুজোর দিনগুলো কাটবে অনেক স্বস্তিতে। আর্থিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন না হলেও অর্থাগম চলতে থাকবে। কর্মস্থান থাকবে গতানুগতিক। স্বাস্থ্য মোটামুটি সুস্থ থাকবে। একটু দামি উপহার লাভ, কোনও শুভ কর্মানুষ্ঠানে অংশগ্রহণ, কাছাকাছি কোনও দেবালয় ভ্রমণ, বন্ধু কিংবা আত্মীয়ের গৃহে আতিথ্য গ্রহণ। পুজোয় বেশ জম্পেশ খাওয়াদাওয়া, মানসিক উৎফুল্লতার মধ্যে দিয়েই পুজোর মাসটা কাটবে। অপ্রত্যাশিত কিছু অর্থাগম হবে। প্রেমিক প্রেমিকাদের দেবালয় ভ্রমণ হবে। দিনগুলো কাটবে প্রীতি ও আনন্দের মধ্যে দিয়ে।

জন্মের পর থেকে এই রাশির জাতক জাতিকারা দেখেছে চারদিকে ছড়িয়ে আছে হিংসা-দ্বেষ অহংকার ও স্বার্থের পসরা। তার মধ্যে দিয়ে দুঃখবাদের কারক মকর রাশির অধিপতি শনি মূল লক্ষ্যে পৌঁছে দেয়।

এদের চরিত্রে প্রকাশ পায় কর্মে নিষ্ঠা, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও একাগ্রতা। সমস্ত দুঃখ কষ্টকে জয় করার ক্ষমতা যেন আত্মশক্তির মধ্যেই নিবিড়ভাবে নিহিত আছে।

বয়েস বৃদ্ধির সঙ্গে এই রাশির প্রতিষ্ঠা যশ সম্মান অর্থ ক্রমোত্তর বৃদ্ধি পেতে থাকে। এদের মন ও মত, কর্মচিন্তা ও পদ্ধতি সাধারণের তুলনায় একটু ভিন্ন ধরণের।

পরিশ্রম করে এরা সফল হয় তবে সাফল্য দেরিতে। বিবাহ প্রায়ই পরিচিতের মধ্যে সংঘটিত হয়। আত্মীয়রা তেমন উপকারে আসে না। সংসারী হয়, উদাসীন খুব কর্মক্ষেত্রে। বিলাসে প্রমত্তের চেয়ে এরা একেবারেই সাধারণ জীবনযাপনের পক্ষপাতী।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *