কর্কট রাশির পুজোর মাসটা কেমন যাবে, মহালয়া ২১ সেপ্টেম্বর থেকে ভাইফোঁটা ২৩ অক্টোবর পর্যন্ত
লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে পুজোর মাসের রাশিফল। কর্কট রাশির কেমন যাবে মহালয়া থেকে ভাইফোঁটা, পুজোর মাসটা, তার আগাম ধারনা।

পুরোটা নয়, অনেকটাই ভালো গতবছরের তুলনায়। কর্মক্ষেত্র টালমাটালের মধ্যে দিয়েও এগোবেন। আর্থিক অবস্থা থাকবে প্রসন্ন। স্বাস্থ্য মাঝে মধ্যে বিব্রত করবে। কমবেশি অর্থাগম হবে, পুজোটা মোটামুটি ভালই কাটবে। বাড়িতে আত্মীয়দের আসার কথা থাকলেও আসবে না। কোনও পুরনো মন্দিরে যেতে পারেন। নিজ কিংবা কোনও নিকট আত্মীয়ের গৃহে আমন্ত্রিত হবে। কাউকে ভুল বুঝে নিজে অশান্তি ভোগ করবেন। হঠাৎ কিছু অর্থ অকারণ ব্যয় হয়ে যাবে। প্রেমিক প্রেমিকাদের প্রেমে প্রীতি বৃদ্ধি হবে। দুজনে কোনও দেবালয়ে যাবেন বিনা পরিকল্পনায়।
একদিকে দুঃখ শোক গ্লানি অহংকার যেমন, তেমনই অন্যদিকে সুখশান্তি আনন্দ ত্যাগ বৈরাগ্য। কর্কট সম রাশি বলে সংসারে সুখ দুঃখ শোককে এই রাশির জাতক জাতিকারা অস্বীকার করে না, সাদরে গ্রহণ করে।
এদের মধ্যে একদিকে রয়েছে স্নেহ উদারতা, অন্যদিকে রয়েছে নির্দয়তা। মঙ্গলের রজোগুণ ও শনির তমোগুণের সংমিশ্রণে এদের ক্রোধ কখনও কখনও প্রবল হয়ে ওঠে। অহংকার ও দম্ভের প্রকাশ যোগ্যতার চাইতে বেশি।
স্ত্রীর কাছ থেকে মন মতো ব্যবহার না পেলে প্রায়ই অন্য রমণীর আশ্রয় খুঁজে নিতে চেষ্টা করে। এদের নেতৃত্ব দেবার ইচ্ছা থাকে জীবনের প্রথমাবস্থা থেকে। শনির তমোগুণের প্রভাবে জীবনে দুঃখবাদের ভারী বোঝাটাই বয়ে নিয়ে বেড়াতে হয় বেশি।