মেষ রাশির পুজোর মাসটা কেমন যাবে, মহালয়া ২১ সেপ্টেম্বর থেকে ভাইফোঁটা ২৩ অক্টোবর পর্যন্ত
লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে পুজোর মাসের রাশিফল। মেষ রাশির কেমন যাবে মহালয়া থেকে ভাইফোঁটা, পুজোর মাসটা, তার আগাম ধারনা।

এবারে পুজোর মাসটা কাটবে মনমরা অবস্থায়। স্বাস্থ্য প্রায়ই বড্ড ভোগাবে। আর্থিক বিষয়ে মানসিক চাপ একটা থাকবে। সার্বিক কেমন যেন একটা অস্থিরতা বিব্রত করবে। সামান্য বিষয় নিয়ে কারও সঙ্গে মনোমালিন্য হবে। কারও কাছ থেকে পাওয়া কোনও দ্রব্য বা উপহার মনের মতো হবে না। অপ্রত্যাশিত ব্যয়, কর্মজীবনকে কেন্দ্র করে প্রচ্ছন্ন উদ্বেগ, আত্মীয় প্রীতিতে বাধা, কোনও প্রাচীন মন্দির ভ্রমণ, মাঝে মাঝে হতাশার সৃষ্টি হওয়া, কোনও কাজে বেরিয়ে অকারণ ঘোরাঘুরি হতে পারে। প্রেমিক প্রেমিকাদের অভিমানজনিত অশান্তি ও কোনও কথা দিয়ে কথার খেলাপ হবে। মেষরাশির জাতক জাতিকার ধৈর্য্যচ্যুতি ঘটবে। রাগ বাড়বে।
আত্মপোলব্ধি এক অদম্য শক্তিতে ভরপুর এ রাশি। মেষ রাশির অধিপতি সেনাপতি মঙ্গল। ক্ষাত্রশক্তি থেকে উদ্ভূত ক্ষমতা এই রাশিতে বর্তমান।
তাই পুরুষোচিত বীর ধর্মের বিকাশের ফলে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনযুদ্ধে পরাজিত হয়ে ফিরে আসার হীন প্রবৃত্তি নেই। তবে ক্ষেত্রবিশেষে নির্মম নিয়তির অমোঘ হাতছানিকেও অস্বীকার করতে পারে না।
মানুষের চরিত্রে তমো ও রজোগুণের প্রাবল্য বেশি, সত্ত্বগুণকে যতই আশ্রয় করুক না কেন। তাই মেষ রাশির মন যত উদার উন্নত হোক না কেন, এ প্রকাশ বাহ্যিক, একেবারে অন্তরের নয়, আন্তরিক নয়।
স্বার্থে এতটুকু আঘাত লাগলে স্বভাবে এরা ভয়ংকর হয়ে ওঠে। চট করে এরা ধরা পড়ে না, বেশ কিছুদিন মেলামেশা করলে কথাবার্তা আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে এই রাশির জাতক জাতিকাদের প্রকৃত চরিত্র ধরা পড়ে। তখন বুঝতে পেরে সরেও পড়ে পরিচিতের কাছ থেকে।
প্রথম অবস্থায় স্বাস্থ্যের প্রতি যত্নশীল। যৌবনে আনন্দে উল্লসিত মন পরবর্তী সময়ে নানান শুভাশুভ কাজের মধ্যে দিয়ে বরণ করে নেয় জীবন সংগ্রামের বলিষ্ঠ পথকে।