Feature

দেশের একটি রাজ্য ঘুমন্ত রাজ্য বলে বিখ্যাত, পিছনে কারণও রয়েছে

দেশের ঘুমন্ত রাজ্য কোনটি যদি প্রশ্ন করা হয় তাহলে অনেকেই হোঁচট খেতে পারেন। এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলার কারণও রয়েছে।

Published by
News Desk

কোনও রাজ্য তো আর ঘুমিয়ে থাকেনা। কিন্তু এই রাজ্যকে তারপরেও ঘুমন্ত রাজ্য বলা হয়। দেশের ঘুমন্ত রাজ্য হিসাবে খ্যাত এই রাজ্য। এই গতির দুনিয়ায় একটি রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হওয়াটা একটু অবাক করা। যেখানে এই রাজ্যে রয়েছে প্রচুর জঙ্গল। অসংখ্য পশুপাখি।

তবে একটি রিপোর্ট বলে এই রাজ্যের ৬০ বছরের ওপরের বয়সী মানুষের মধ্যে সবচেয়ে কম ঘুম নজর কাড়ে। তারপরেও এই রাজ্য দেশের স্লিপিং স্টেট।

এ রাজ্যের একটা বড় অর্থনৈতিক সম্বল হল এর পর্যটন। দেশের এই রাজ্যেই রয়েছে একাধিক প্রসিদ্ধ অভয়ারণ্য। এখানে রয়েছে আদিম মানুষের নিদর্শন। আদিম মানুষ যে এখানে থাকতেন তার নিদর্শন রয়েছে এই রাজ্যেই। ফলে আদিম যুগেও দেশের এই ভূখণ্ডে মানুষের বাস ছিল।

এখানেই রয়েছে খাজুরাহোর মত দর্শনীয় মন্দির চত্বর। রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের অপার ভাণ্ডার। রাজ্যটি মধ্যপ্রদেশ। ভারতের হৃদয় বলা হয় এই রাজ্যকে।

আবার এই রাজ্যকেই ভারতের ঘুমন্ত রাজ্যও বলা হয়ে থাকে। এখন তো নানা প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও এই প্রশ্ন দেখতে পাওয়া যাচ্ছে। ভারতের কোন রাজ্যকে স্লিপিং স্টেট বলা হয়। যার উত্তর মধ্যপ্রদেশ।

মধ্যপ্রদেশ চারধার দিয়ে স্থলভাগ দ্বারা পরিবেষ্টিত। যদিও তার বুক চিরে একাধিক নদী প্রবাহিত হয়েছে। তাই মধ্যপ্রদেশ মানেই যেন চোখের আরাম। এক মন ভাল করা শান্তি। মধ্যপ্রদেশে পর্যটকদের আরও কয়েকটি আকর্ষণের মধ্যে রয়েছে উজ্জয়িনীর মহাকালেশ্বর মহাদেব মন্দির। সাঁচি স্তূপও রয়েছে তালিকায়।

Share
Published by
News Desk

Recent Posts