Feature

টায়ারের গায়ে সরু সরু রবারের চুল সকলেই দেখেছেন, এগুলির কাজ কি জানেন

চাকায় টায়ার এক গুরুত্বপূর্ণ অংশ। এই টায়ার যখন কেনা হয় তখন তার গায়ে সরু সরু রবারের সুতোর মত দেখতে পাওয়া যায়। এগুলি কেন থাকে জেনে নেওয়া জরুরি।

Published by
News Desk

সাইকেল থেকে মোটরবাইক, গাড়ি থেকে লরি, সব ধরনের যানেই টায়ার লাগে। যখন নতুন টায়ার চাকায় লাগানো হয় তখন একটা জিনিস প্রায় সকলেরই নজর কাড়ে। টায়ারের গায়ে সরু সরু দাঁড়িয়ে পড়া চুলের মত রবারের সুতো আটকে থাকে। এমন অনেক রবাররে সুতোর মত টায়ার জুড়ে নজর কাড়ে।

ছোটরা তো এগুলো দেখলে আবার খেলার ছলে ছেঁড়ারও চেষ্টা চালায়। সকলেই এগুলি দেখি কিন্তু অনেকেরই জানা নেই এগুলি কি বা কেন থাকে। গাড়ি চলার সময় এগুলির প্রয়োজনীয়তা কি।

টায়ার তৈরি হয় রবার দিয়ে। এই রবার তো আর শুরুতেই টায়ারের মত আকারের থাকেনা। থাকে নরম একটি শিটের আকারে। এবার সেটিকে মোল্ড-এ ফেলা হয়। যে আকার ও মাপের টায়ার চাওয়া হচ্ছে সেই রকম মোল্ডে সেটিকে ফেলা হয়। তারপর তার ওপর প্রবল চাপ ও উত্তাপ প্রয়োগ করা হয়। যাতে সেই রবার প্রায় গলিত আকারে পৌঁছে ক্রমে টায়ারের আকারে পরিণত হয়।

এটি একটি যান্ত্রিক পদ্ধতি। তবে যে যন্ত্রের সাহায্যে এই চাপ ও উত্তাপ প্রয়োগ করা হয় তাতে অনেক ছোট ছোট ভেন্ট হোল থাকে। এই ভেন্ট হোল আদপে এই পদ্ধতি চলাকালীন এতটুকুও বাতাস থাকলে তা বার করে দেয়। এই সময় এই ভেন্ট হোল বা ছিদ্রগুলির মধ্যে গলিত রবার ঢুকে পড়ে।

এমন যত ছিদ্র থাকে তার অনেকগুলিতেই রবার ঢুকে পড়ে সরু সরু চুলের মত আকার নেয়। এগুলি পরে ঠান্ডা হয়ে টায়ার তৈরি হলে তার গায়ে লেগে থাকে। এগুলিকে বলা হয় ভেন্ট স্পিউ। আদপে এগুলি টায়ার তৈরির সময়ে জন্ম নেয় ঠিকই, কিন্তু গাড়ি চলার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।

এগুলি থাকা না থাকা সমান। কেউ যদি এগুলি টায়ার থেকে ছিঁড়ে ফেলেও দেন তাহলেও টায়ারের কোনও ক্ষতি হয়না। আদপে এগুলি অপ্রয়োজনীয় অংশ যা টায়ার তৈরির সময় জন্ম নেয়।

Share
Published by
News Desk

Recent Posts