Feature

ব্রিজ আর ফ্লাইওভার মোটেও এক নয়, এদের মধ্যে অনেক ফারাক রয়েছে

সাধারণত মানুষ ব্রিজ আর ফ্লাইওভারকে এক করে ফেলেন। কিন্তু ব্রিজ আর ফ্লাইওভার একদম আলাদা। ফারাক খুবই পরিস্কার। জেনে রাখুন ফারাকটা।

Published by
News Desk

সাধারণত মানুষ কোনও কিছুর ওপর দিয়ে রাস্তা বা ট্রেনলাইন নিয়ে গেলে তাকে কখনও ব্রিজ বলেন, কখনও ফ্লাইওভার বলেন। যখন যেটা মনে হয় সেটাই বলে থাকেন। কিন্তু ব্রিজ আর ফ্লাইওভার একেবারেই এক নয়। তাদের বিস্তর ফারাক রয়েছে।

২টো সম্পূর্ণ আলাদা। তাই সিমেন্টের লৌহ কঠিন স্তম্ভের ওপর দাঁড়ানো রাস্তা বা ট্রেনলাইনের যাত্রাপথের সুস্পষ্ট ফারাক জেনে রাখা ভাল।

প্রথমে আসা যাক ব্রিজে। ব্রিজ হল মানুষের তৈরি সেই যাত্রাপথ যা কোনও নদী, খাল বা জলের ওপর দিয়ে পার করা, কোনও উপত্যকাকে পার করা বা এমনই কোনও প্রাকৃতিক বাধাকে টপকে যেতে তৈরি করা হয়। মানুষ তৈরি করে।

তবে যার ওপর তৈরি হয় তা প্রকৃতি নির্মিত। একে বলা হয় ব্রিজ। তার মানে কখনও যাত্রাপথে ধরে নেওয়া যাক যদি কোনও নদীর ওপর দিয়ে গাড়ি করে যান তাহলে জানবেন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছেন।

এবার আসা যাক ফ্লাইওভারে। ফ্লাইওভার হল সেই যাত্রাপথ যা মানুষের সৃষ্টি করা বাধা টপকে যেতে সাহায্য করে। যেমন কোনও রেললাইন, কোনও সড়কপথ এবং এমন কিছু যা মানুষ তৈরি করেছে। তাকে টপকে যেতে স্তম্ভের ওপর নির্মিত রাস্তাকে বলা হয় ফ্লাইওভার।

অনেক সময় রাস্তা দিয়ে যেতে গেলে দেখা যায় মাথার ওপর দিয়েও স্তম্ভের ওপর দাঁড়ানো রাস্তা চলে গেছে। সেটা ফ্লাইওভার, ব্রিজ নয়। আর ট্রেনলাইনের ওপর দিয়ে যেতে গেলেও ফ্লাইওভার পার করতে হয়।

Share
Published by
News Desk

Recent Posts