Feature

পৃথিবীতে একটি মাত্র প্রাণি রয়েছে যারা লাফাতে পারেনা

পৃথিবীতে সব প্রাণিই লাফাতে পারে। কেউ লম্বা লাফ দেয় তো কেউ ছোট। কিন্তু লাফানোয় খামতি নেই। বিশ্বের একটিমাত্র প্রাণি আছে যারা লাফাতে পারেনা।

Published by
News Desk

প্রাণি মাত্রেই লাফাতে সিদ্ধহস্ত। মানুষও তার ব্যতিক্রম নয়। মানুষও লম্বা লাফ দিতে পারে। লং জাম্প তো একটা খেলাও। অন্য প্রাণিরাও লাফাতে পারে। পারেনা কেবল একটি প্রাণি।

এই না পারার একাধিক কারণ রয়েছে। পায়ের পেশী শক্তিশালী না হলে ভারী চেহারা নিয়ে কোনও প্রাণির পক্ষে লাফানো সম্ভব নয়। এদের পায়ের পেশী সেই পরিমাণ শক্ত হয়না। অতটা লম্বাও হয়না।

তাছাড়া লাফানোর জন্য কাফ মাসল বড় হওয়া বা শক্তিশালী লাম্বার ডিস্ক থাকা দরকার। কিন্তু এদের তা নেই। সেইসঙ্গে এদের ভারী চেহারাও এদের লাফাতে সাহায্য করেনা।

এরা লাফালে তারপর যখন মাটিতে নামত তখন দেহের ভার সহ্য করতে না পেরে এদের পা ভেঙে যেতে পারত। তাই প্রকৃতিগতভাবেই তারা লাফাতে অক্ষম।

এতক্ষণে আন্দাজ করতে পারছেন কি যে কোন প্রাণির কথা বলা হচ্ছে? ঠিকই ধরেছেন। হাতিই হল সেই প্রাণি যারা লাফাতে পারেনা। হাতি দুলকি চালে চলতে পারে। কিন্তু তারা চাইলেও তাদের শরীরের কারণে লাফাতে পারেনা।

যদিও অনেকে বলেন, জলহস্তীও লাফাতে পারেনা। কিন্তু জলহস্তী ছোটার সময় সামান্য হলেও লাফানোর ভঙ্গি নিতে পারে। তার অতিভারী চেহারার জন্য গণ্ডারও লাফাতে পারেনা বলে মনে করেন অনেকে। অনেকের মতে, স্লথ, কচ্ছপের মত প্রাণিরাও লাফাতে পারেনা। তবে লাফাতে না পারা প্রাণির সবচেয়ে বড় উদাহরণ হল হাতি। যারা লাফাতে একেবারেই অক্ষম।

Share
Published by
News Desk

Recent Posts