Feature

সাদা শহর বলা হয় দেশের কোন শহরকে

সাদা শহর বলেই তাকে চেনেন সকলে। এ দেশেই রয়েছে এমন একটি শহর। যে শহরকে সাদা শহর বলে ডাকা হয় এবং তার বিশেষ কারণও রয়েছে।

Published by
News Desk

দেশে এমন কিছু শহর রয়েছে যাদের গায়ে রংয়ের তকমা সাঁটা আছে। যেমন জয়পুরকে গোলাপি শহর বলা হয়। সোনালি শহর বলা হয় জয়সলমীরকে। তেমনই এ দেশে রয়েছে সাদা শহরও।

এই শহরকে সাদা বলা যে যথার্থ তা সে শহরে প্রবেশ করলে বোঝাও যায়। এমন নয় যে খুব অচেনা কোনও শহর। নামটা কিন্তু সকলের জানা। এ শহরের ঐতিহাসিক গুরুত্বও অপরিসীম।

এ শহরকে সাদা শহর বলে ডাকার কারণ এ শহরের বিশাল বিশাল শ্বেতপাথরের প্রাসাদ এবং অট্টালিকা। রাজপুতরা এই শহরে শ্বেতশুভ্র মার্বেল পাথর দিয়ে প্রাসাদ বানাতেন। সেই ধবধবে সাদা পাথরের গায়ে নানারকম কারুকার্যও করা হত। এ শহরের মূল প্রাসাদটি এমনই শ্বেতপাথরের তৈরি।

উদয়পুর সিটি প্যালেস, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

এদিকে এই সাদা রংয়ের জন্য এই শহরকে সাদা শহর বলা হতে শুরু করায় এখানকার বাসিন্দারা তাঁদের বাড়ির রংও সাদা করতে শুরু করেন। রাজস্থানের উদয়পুরে গেলে তাই অধিকাংশ বাড়ির রং সাদা দেখতে পাওয়া যায়।

একটা উচ্চতা থেকে পুরো শহরটার দিকে তাকিয়ে দেখলেই কিন্তু এই সাদা রং ধরা পড়ে। বোঝা যায় কেন এ শহর সাদা শহর বলে পরিচিত।

দেশি বিদেশি পর্যটকেরাও উদয়পুরে আসেন তার ঐতিহাসিক নিদর্শন দেখতে। সেই সঙ্গে উপরি পাওনা এই শহরের সাদা রং। তাই ভারতের সাদা শহর মানেই হল রাজস্থানের উদয়পুর।

Share
Published by
News Desk

Recent Posts