Feature

বিপদসংকেতের জন্য লালরংকেই বেছে নেওয়া হয় কেন, রয়েছে বিশেষ কারণ

বিপদ বোঝাতে এবং মানুষকে সতর্ক করতে লালরংয়ের পতাকা বা বোর্ড বা আলো ব্যবহার করা হয়। কিন্তু অন্য রং ছেড়ে লালই কেন বিপদসংকেত?

Published by
News Desk

সামনে কোনও বিপদের সম্ভাবনা থাকলে সে বিষয়ে আগাম সতর্ক করা হয় সেই স্থান সম্বন্ধে অজ্ঞ মানুষজনকে। আর লাল সতর্কতা দেখে মানুষও জানতে পারেন সামনে বিপদ রয়েছে।

আবহাওয়া দফতরও লাল সতর্কতা জারি করে, সমুদ্র উত্তাল হলেও লাল পতাকা বালিতে ওড়ানো হয়, ট্রেন বা গাড়িকে থেমে থাকতে বলার জন্য লাল আলো ব্যবহার হয়।

রাস্তায় সামনে বিপদ থাকলে সে বিষয়ে সতর্ক করতে লাল বোর্ড ব্যবহার হয় এবং এমন নানা ভাবে লালরং দিয়ে মানুষকে বিপদ সম্বন্ধে সতর্ক করা হয়। কিন্তু এত রং থাকতে লালরংই কেন?

বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, লাল এমন একটা রং যার ওয়েভ লেন্থ বা তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়। অর্থাৎ বৃষ্টি হোক বা কুয়াশা বা বাতাসে ধূলিকণার আধিক্য থাকলেও লালরং দেখতে পাওয়া যায়। অনেক দূর থেকেই দেখতে পাওয়া যায়।

লাল এমন এক রং যা সবচেয়ে দূর থেকে নজর কাড়ে। যা অন্য কোনও রংয়ের ক্ষেত্রে হয়না। যে দূরত্ব থেকে লালরং দেখা যায় সেই দূরত্ব থেকে অন্য রং দেখা মুশকিল।

তাই অনেক আগে থেকে মানুষের নজর কাড়তে লালরং ব্যবহার হয়। যাতে তাঁরা অনেক আগেই সতর্ক হতে পারেন। তাই বিশ্বজুড়েই লাল সতর্ক করার রং হিসাবে ব্যবহার হয়ে আসছে। যার বিকল্প এখনও অন্য কোনও রং হয়ে উঠতে পারেনি।

Share
Published by
News Desk

Recent Posts