Feature

স্কুল বাসের রং হলুদ হয় কেন, পিছনে রয়েছে অকাট্য যুক্তি

স্কুল বাসের রং আলাদা হয়না। সর্বত্র স্কুল বাস মানেই হলুদ রংয়ের। কিন্তু হলুদই কেন? অন্য রংও তো দেওয়া যেত স্কুল বাসে!

Published by
News Desk

নানা বাস রাস্তায় ঘুরছে। কিন্তু স্কুল বাস মানেই সেটা হলুদ হয়। লাল নয়, নীল নয় বা অন্য রং নয়। কেবল হলুদ রংই স্কুল বাসের জন্য বেছে নেওয়া হয় কেন? এ প্রশ্ন অনেকের মনেই উঁকি দিয়ে থাকে।

আবার মার্কিন মুলুকে একদম হলুদ হয়না স্কুল বাস। হলুদের সঙ্গে কমলা রং মেশালে যে রং আসে সেই রংয়ের হয় সেখানকার স্কুল বাস। তবে তাকেও হলুদের দলেই ফেলা হয়।

শুধু কলকাতা বলেই নয়, ভারতেরও বিভিন্ন প্রান্তে গেলে স্কুল বাসের রং হলুদই পাওয়া যায়। স্কুল বাস হলুদ হওয়ার পিছনে কিন্তু যথেষ্ট যুক্তিগ্রাহ্য কারণ আছে।

বিজ্ঞানীরা বলছেন, হলুদ এমন একটা রং যা সবার আগে নজরে পরে। এমনকি পাশে লাল রংয়ের কিছুও যদি থাকে তাহলেও হলুদই সবার আগে নজরে পরে।

দূর থেকেও সব রং বাদ দিয়ে হলুদটাই সবার আগে নজর কাড়ে। তাই স্কুল বাসের রং হলুদ হলে বাকি যানবাহনের চালকরা সবার আগে সেই স্কুল বাসটিকে দেখতে পাবেন।

এতে তাঁরা পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবে আরও সতর্ক হয়ে গাড়ি চালাতে পারবেন। সুযোগ পেলে স্কুল বাসকে আগে ছেড়ে দেবেন।

যে কোনও দুর্ঘটনার সম্ভাবনা এড়াতে যাতে স্কুল বাসের সঙ্গে তাঁদের দূরত্ব বজায় থাকে তার জন্য হলুদ রং তাঁদের সাহায্য করে। কারণ হলুদ রং তাঁদের অনেক আগেই জানায় তাঁর আশপাশে স্কুল বাসের উপস্থিতির কথা। ফলে বাকি চালকরা সতর্ক হয়ে যান।

Share
Published by
News Desk

Recent Posts