Feature

মাটিতে না বানিয়ে অনেক উঁচুতে জলের ট্যাঙ্ক তৈরির পিছনে রয়েছে বিশেষ কারণ

বিভিন্ন এলাকায় জল সরবরাহের জন্য অনেক উঁচু সিমেন্টের স্তম্ভের ওপর থাকে কংক্রিটের জলের ট্যাঙ্ক। কেন এত উপরে বানানো হয় জলের ট্যাঙ্ক? কারণ রয়েছে।

Published by
News Desk

বহু এলাকায় জল সরবরাহের জন্য এলাকা ভিত্তিক একটি করে জলের ট্যাঙ্ক থাকে। সিমেন্টের শক্তপোক্ত স্তম্ভ ধাপে ধাপে ওপরের দিকে উঠে যায়। তারপর তার অনেক উঁচুতে গোলাকার কংক্রিটের জলের ট্যাঙ্ক থাকে।

এই ট্যাঙ্কের জল ধারণের ক্ষমতা নানারকম হয়। তবে গোটা এলাকাকে ওই ট্যাঙ্কের ওপরই ভরসা করে থাকতে হয় জলের জন্য।

কিন্তু এত বড় সিমেন্টের স্তম্ভ তৈরি করে অত উঁচুতে জলের ট্যাঙ্ক না বানিয়ে মাটিতে বানালেই তো হত! কেন এত খরচ করে অত উঁচুতে বানানো হয় জলের ট্যাঙ্ক? এর পিছনে কিন্তু কারণ রয়েছে।

জলের ট্যাঙ্কের কাজ হল ঠিকভাবে এলাকার সব কলে জল পৌঁছে দেওয়া। সেজন্য মাধ্যাকর্ষণের টানকে কাজে লাগানো হয়। জল যত ওপর থেকে নামবে ততই তার চাপ বেশি হবে। আর জলের চাপ ভাল থাকলে তা বিভিন্ন নলে ঠিক পরিমাণে জল পৌঁছে দিতে পারবে।

বিজ্ঞানে বলা হয় পোটেনশিয়াল এনার্জি অনেকটাই নির্ভর করে উচ্চতার ওপর। সেটাই কাজে লাগানো হয়। এরফলে ট্যাঙ্ক থেকে এলাকার বিভিন্ন নলে জল পৌঁছে দেওয়ার জন্য আলাদা করে কোনও কিছুর প্রয়োগ দরকার পড়েনা।

কোনও পাম্প জাতীয় যন্ত্র লাগেনা। নিছক প্রাকৃতিক কারণকে কাজে লাগিয়ে উচ্চতার ভরসায় জল সরবরাহে যথেষ্ট চাপ তৈরি করা হয়।

যা বিভিন্ন নলে জল পৌঁছে দেয়। এই ট্যাঙ্ক মাটিতে বানালে এই সুবিধা পাওয়া যেত না। তখন একটি শক্তিশালী পাম্প দিয়ে জল সরবরাহ করতে হত।

Share
Published by
News Desk

Recent Posts