হাইওয়েতে সবুজের ওপর জায়গার নাম, দূরত্ব লেখা থাকে, পিছনে রয়েছে গুরুত্বপূর্ণ কারণ
হাইওয়ে দিয়ে যাওয়ার সময় বিভিন্ন শহরের নাম, তার দূরত্ব এসব লেখা বোর্ড নজর কাড়ে। সেগুলি সবুজের ওপর সাদা দিয়েই লেখা হওয়ার পিছনে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ কারণ।
যাঁরা হাইওয়ে ধরে গাড়িতে বা বাসে যাত্রা করেছেন তাঁরা নজর করেছেন দেশের সব প্রান্তেই হাইওয়েতে কিছুক্ষণ অন্তর নজর কাড়ে মাথার ওপর ধাতব খাঁচার ওপর সবুজের ওপর সাদা দিয়ে লেখা বোর্ড। যাতে একাধিক শহরের নাম লেখা থাকে।
ঠিক যেখানে ওই বোর্ড সেখান থেকে শহরটির দূরত্ব কত সেটাও দেওয়া থাকে। এমনকি সামনে কোন দিকে মোড় নিলে কোন শহরের দিকে যাওয়া যাবে তাও লেখা থাকে।
এই তথ্যগুলি এই পথে ছুটে চলা গাড়ির চালক ও আরোহীদের কাজে লাগে। এখন প্রশ্ন হল এই তথ্যগুলি বোর্ডে সবুজের ওপর সাদা দিয়েই লেখা থাকে কেন? কেন লাল, হলুদ, কমলা বা অন্য কোনও রং দিয়ে লেখা হয়না? এর পিছনে কিন্তু অতি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে।
সবুজ রংয়ের ওপর সাদা দিয়ে লেখা দারুণ একটা রং বৈপরীত্যের জন্ম দেয়। যা দূর থেকে নজর কাড়ে। সহজেই পড়া যায় কি লেখা আছে। সেটাও দিন এবং রাতে সবসময়ের জন্য প্রযোজ্য।
তাছাড়া হাইওয়েতে যিনি গাড়ি চালাচ্ছেন তাঁর চোখ শান্ত থাকা দরকার। চোখের আরাম দরকার। সবুজ সেই আরামটা দেয়। চোখকে শান্তি দেয়। যা অন্য রং দিতে পারেনা। চালকদের ক্লান্তি দূর করার কাজটাও এই সবুজ রং করে থাকে।
সবুজের ওপর সাদা রং দিয়েই এই ধরনের বোর্ড জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে রাখতে হবে। এটাই ইন্ডিয়ান রোডস কংগ্রেস-এর দেওয়া কোড। যা মানতেই হবে।
বিশ্বজুড়েও এই সবুজের ওপর সাদা রং দিয়ে লেখা স্থান, দিক নির্দেশ, দূরত্ব নির্দেশ-এর বোর্ড থাকে। বিশ্বের অধিকাংশ দেশ যাতে অভ্যস্ত ভারতও তার বাইরে যায়নি। তবে শহরের মধ্যে কিন্তু এই ধরনের নির্দেশ রাস্তায় নীল রংয়ের ওপর লেখা থাকে।













