কিসের টানে শীতে ভারতে উড়ে আসে পরিযায়ী পাখিরা, রয়েছে একাধিক চমকপ্রদ কারণ
শীতের কিছুদিন আগে থেকেই, বলা ভাল হেমন্ত থেকেই ভারতে নানা দেশ থেকে পরিযায়ী পাখিরা এসে ভিড় জমায়। কিসের টানে তারা ভারতকেই বেছে নেয় আসার জন্য।
শীত পড়ার আগে থেকেই ভারতের নানা প্রান্তে ভিড় জমাতে থাকে পরিযায়ী পাখিরা। হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা ভারতে হাজির হয়। কিন্তু কেন? অন্য অনেক দেশেই তো যাওয়া যেত! ভারতই তাদের সবচেয়ে পছন্দের জায়গা কেন? এ প্রশ্ন অনেকের মনেই রয়েছে।
ভারতের কাশ্মীর থেকে গুজরাট, রাজস্থান থেকে পশ্চিমবঙ্গ, ওড়িশা থেকে কর্ণাটক, সর্বত্র ভিড় জমায় পরিযায়ী পাখিদের দল। হাজার হাজার পরিযায়ী পাখি শীতের দিনে হাজির হয় ভারতে। তারপর বসন্ত এলে ফের তারা ফিরে যায় তাদের মূল আস্তানায়।
ভারত তাদের সেরা পছন্দ হওয়ার পিছনে কিন্তু একাধিক কারণ রয়েছে। উত্তরে যখন প্রবল ঠান্ডা পড়ে সেখানে বরফ পড়ে। যেমন রাশিয়া, মঙ্গোলিয়া সহ ইউরোপের অনেক দেশেই তুষারপাত শুরু হয়।
সেখানে বসবাসকারী পাখিরা তুষারপাতের সময় সেখানে খাদ্যাভাবে ভুগতে থাকে। তাদের ছানাদের বড় করার পথেও নানা সমস্যা হয়। এমনকি তাদের থাকার জায়গার সমস্যাও হয়। তাই তারা সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে ধরে তাদের নিশ্চিন্ত ঠিকানার খোঁজে উড়তে শুরু করে।
এই সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ের মাঝখানে পড়ছে ভারত। যেখানকার আবহাওয়া তুলনামূলক ভাবে শীতের দিনে ভাল থাকে। নিরক্ষীয় একটা আবহাওয়া বিরাজ করে। একেবারে সেই বরফ পড়া হাড় হিম করা ঠান্ডা থাকেনা। অন্তত ওই পাখিদের কাছে তো নয়ই।
সেই সঙ্গে তারা এখানে শীতের দিনে প্রচুর খাবার পায়। সে গাছের ফল হতে পারে, ছোট ছোট কীটপতঙ্গও হতে পারে। ভারতে আবার জলের অভাব নেই। দিঘি, পুকুর থেকে ঝিল, নদী সবই রয়েছে। সেখানে মাছও অনেক।
ফলে না পরিযায়ী পাখিদের খাবারের কোনও সমস্যা হয়, না তাদের ছানাদের বড় করতে কোনও অসুবিধা হয়। প্রকৃতি রয়েছে, জল রয়েছে, খাবার রয়েছে, বরফ ঝরা ঠান্ডা নেই, গাছপালার অভাব নেই। এ সবই পরিযায়ী পাখিদের পছন্দের। তাই ভারতও তাদের পছন্দের।
বছরের এই সময় পৃথিবীর নানা প্রান্ত থেকে প্রায় ২ হাজার প্রজাতির পরিযায়ী পাখি ভারতে আসে। যুগ যুগ ধরে শীতের দিনে তাই ভারতের নানা প্রান্তে পরিযায়ী পাখিদের ভিড় জমে আসছে।













