Feature

দেশের সবচেয়ে বড় শহর নিজেই একটা ইতিহাস, নাম শুনলে অনেকেই অবাক হবেন

ভারতের সবচেয়ে বড় শহর কি কলকাতা, নাকি মুম্বই, নাকি অন্য কোনও শহর। খুব চেনা, নাকি মোটামুটি চেনা। দেশের সর্ববৃহৎ শহর কিন্তু নিজেই একটা ইতিহাস।

ভারত জুড়ে অনেক রাজ্য, অনেক শহর। অনেক এমন শহর রয়েছে যাদের নাম প্রায় সকলের জানা। কলকাতা, মুম্বই, চেন্নাই, দিল্লি, বেঙ্গালুরু, আমেদাবাদ, লখনউ, গুয়াহাটি, জয়পুর এবং এমন অনেক শহর রয়েছে যাদের নতুন করে কোনও দেশবাসীকে চিনিয়ে দিতে হয়না।

আবার এই প্রথমসারির তলায় আরও এমন অনেক শহর রয়েছে যারা এদের পরেই স্থান পায়। এত শহরের মধ্যে দেশের সবচেয়ে বড় শহরের নামটা কিন্তু চমক দেবে। কারণ তা অতি চেনা এবং তার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।

এ শহর প্রায় দেড় হাজার বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত। সুলতানি থেকে মোঘল থেকে ব্রিটিশ, বিভিন্ন সময় এ শহর ঐতিহাসিক দিক থেকে গোটা দেশের চুম্বক হয়ে থেকেছে।

শহরটা দিল্লি। দিল্লি এক অতিকায় শহর। শতাব্দীর পর শতাব্দী ধরে দিল্লি ভারতের অন্যতম শহর হিসাবে দেশ বিদেশের সব আলো কেড়ে নিয়েছে। দিল্লি ইতিহাস ও আধুনিকতার এমন এক মেলবন্ধন যা চিরকাল নজর কেড়ে নিয়েছে। দিল্লি শহরের মধ্যেও তাই এক অতি প্রাচীনত্ব নজর কাড়ে।

আবার এই দিল্লি যখন আধুনিক জীবনের ছোঁয়ায় আকাশচুম্বী অট্টালিকায় ছেয়ে যায় তখন সে দিল্লি অতি আধুনিক দিল্লি হয়ে সামনে আসে। রাজাদের রাজনীতি থেকে বর্তমানের গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ড, দিল্লি সর্বদাই প্রথম স্থানে থেকেছে। মাঝে কলকাতা ব্রিটিশদের রাজধানী থাকার সময়টা বাদ দিয়ে।

সব মিলিয়ে দিল্লি ভারতের এমন এক শহর যা কখনও তার ওপর থেকে আলো সরতে দেয়নি। ছড়িয়ে পড়া দিল্লি তাই এখন দেশের সবচেয়ে বড় শহরও বটে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *