সুরেলা বালির ৪ মরুভূমি, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
যাঁরা দেখেননি তাঁদের একটা কৌতূহল থাকতে পারে মরুভূমি দেখার। তবে সেখানে কাটানোর ইচ্ছা কারও থাকেনা। এমনকি মরুভূমির গভীরে প্রবেশের ইচ্ছাও কেউ দেখান না।
এই রুক্ষ নিরস মরুপ্রান্তরেও যে সুর তৈরি হয়, সেখানেও যে মন ভরানো তাল আকাশ বাতাস মুখরিত করে, তা শুনলে একটু চমকে যেতেই পারেন যে কেউ। তবে এটাই বাস্তব।
পৃথিবীতে এমন ৩-৪টি মরুভূমি রয়েছে যার বিশেষ কয়েকটি অঞ্চলে বালি উড়তে শুরু করলেই শোনা যায় সুরের যাদু। যা তৈরি হয় মূলত স্যান্ড ডিউন বা বালির পাহাড় থেকে। মরুভূমিতে বালির পাহাড় বা বালির টিলা প্রচুর থাকে। তবে সব মরুভূমিতেও এই সুর শোনা যায়না। আর সব বালির পাহাড়ও সুর তোলে না।
চিলির আতাকামা মরুভূমি, নামিবিয়ার নামিব মরুভূমি, কাজাখস্তানের আল্টিন এমেল ন্যাশনাল পার্ক নামে মরু অঞ্চল, চিনের দুনহুয়াং মরুভূমি-র মত কয়েকটা মরুভূমির কয়েকটা জায়গাতেই এই বালির গান শোনা যায়।
এটি বালির গান বলেই পরিচিত। এখানে বালি উড়তে শুরু করলে বা ঢাল বেয়ে গড়াতে শুরু করলে, আশ্চর্য সুর সৃষ্টি হয়। সুরে তালে অনবদ্য। প্রকৃতি যেন এখানে গান গায় নিজের আনন্দে।
নামিব মরুভূমির এই বালির গান বেশ জোড়াল হয়। বহু দূর থেকেও শোনা যায় এই সুর। আবার চিনের দুনহুয়াং মরুভূমিতে বালির গানে ওঠে বাঁশির মন ভোলা সুরের মূর্ছনা। আতাকামা মরুভূমিতে আবার যখন ঢাল বেয়ে বালি গড়ায় তখন তীব্র শব্দে সুর তোলে গোটা এলাকা।
একটা সময় এই বালির গান শোনা গেলে মানুষ তা মরুভূমির কোনও গোপন রহস্য বলে মনে করতেন। মনে করা হত এ কোনও ভৌতিক ঘটনা। কিন্তু এখন বিজ্ঞান বলছে যথেষ্ট শুকনো বালি, গোল বালি, নির্দিষ্ট আকারের বালি এবং বালির দানায় সিলিকার উপস্থিতি থাকলে এমন সুর উঠতে পারে। তবে তা মরুভূমির সর্বত্র নয়। বিশেষ কিছু জায়গাতেই শোনা যেতে পারে বালির গান।
২২ বছর একসঙ্গে কাটানোর পর অবশেষে তাঁরা বৈবাহিক সম্পর্ক ছেদ করে আলাদা হয়ে গেলেন। আর…
প্রেমিকের সঙ্গে ফাঁকা ফ্ল্যাটে কাটানোর সময় প্রেমিকের স্ত্রী এসে পড়েছিলেন। তাঁর নজর এড়াতে জীবন বাজি…
যাত্রী সুরক্ষার সঙ্গে কোনওভাবেই আপস করা হবেনা। সেই লক্ষ্যে এবার নতুন উদ্যোগের পথে হাঁটল ভারতীয়…
সাবান পাথর দিয়ে তৈরি বাসনপত্রের চাহিদা বেড়েই চলেছে। ফলে এই সাবান পাথরের বাসন তৈরির সঙ্গে…
হিমালয়ের দুর্গম অঞ্চলে তুষারপাতের ফলে তৈরি হওয়া প্রতিকূলতাকে নিজেদের প্রয়োজনে কাজে লাগায় চোরাশিকারিরা। গহন জঙ্গলে…
লিওনেল মেসি কলকাতায়। যুবভারতীতে ছিল তাঁর অনুষ্ঠান। যাকে ঘিরে এমন কাণ্ড ঘটল যা হয়তো সুখস্মৃতি…