Feature

এদেশেই রয়েছে এমন গ্রাম যেখানে কখনও সন্ধে হয়না

দিনের বিভিন্ন সময় রয়েছে। ভোর, সকাল, দুপুর, বিকেল, সন্ধে, রাত, মধ্যরাত। এরমধ্যে যদি সন্ধেটা কোথাও কখনও না হয় তাহলে সেটা শুনতে অবাক লাগে বৈকি।

কেমন হবে যদি খোঁজ পাওয়া যায় এমন এক জায়গার যেখানে কখনও সন্ধ্যে হয়না। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। এখানে দিনের আলো ফুটলেও কখনও সন্ধ্যে নামে না। এই অদ্ভুত দৃশ্যের সাক্ষী হতেই মানুষ সেখানে ছুটে যান।

নিজামদের শাসনকালে ভ্রমণের জন্য এই গ্রাম ছিল তাঁদের প্রিয় জায়গা। অদ্ভুত এই জায়গায় দিনের ২৪ ঘণ্টার মধ্যে শুধুমাত্র সকাল, বিকেল আর রাত হয়। মানে এখানে বিকেলের পরেই সরাসরি রাত হয়। সন্ধ্যে নামার কোনও সুযোগ এখানে নেই।

ভারতেই লুকিয়ে রয়েছে এমন এক আশ্চর্য গ্রাম। দক্ষিণ ভারতের তেলেঙ্গানার পেদ্দপল্লি জেলার কদরুপকা গ্রামে কখনও সন্ধ্যে নামতে দেখা যায়না। এই গ্রামটির চারদিক পাহাড় দিয়ে ঘেরা। এখানে প্রচুর সবুজের সমারোহ। এই কারণে গ্রামের আবহাওয়া বেশ মনোরম।

এই গ্রামের প্রধান বৈশিষ্ট্য সূর্যোদয় এবং সূর্যাস্তের ভিন্ন সময়। কদরুপকা গ্রামে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় প্রায় ঘণ্টা খানেক দেরিতে সূর্যোদয় হয়। আবার গ্রামটির চারদিকে ৪টি বড় পাহাড়ের অবস্থানের কারণে এখানে সূর্যাস্ত এতটাই দেরিতে হয় যে ততক্ষণে রাত নামার সময় হয়ে যায়।

বিকেল এখানে অনেক লম্বা সময়ের। সন্ধে মানে সূর্যাস্তের ঠিক পরে সবে নেমে আসা অন্ধকারের সময়টা। ঘড়িতে যে সময়কে সকলে সন্ধে বলে জানেন সেই সময় এই গ্রামে বিকেল থাকে। আর যে সময়কে সকলে রাত বলে জানেন সে সময় অন্ধকার নামে। তাই মাঝে সন্ধের সময়টা উধাও হয়ে যায়। সরাসরি রাত নেমে যায় এই গ্রামে।

এ এক অসাধারণ অনুভূতি। দেশেরই মধ্যে কোনও একটি জায়গায় দিনের বিশেষ একটি সময়ের উধাও হয়ে যাওয়া দেখতেই পর্যটকেরা এখানে আসেন। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্যে এখানে সারাবছরই পর্যটকের ভিড় লেগে থাকে। দেশবিদেশ থেকে বহু মানুষ সারাবছর এখানে আসেন। তবে অত্যাশ্চর্য কারণটির জন্যই গ্রামটি লোকের মুখে মুখে পরিচিতি পেয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *