Feature

ভারতেই রয়েছে চাঁদের দেশ, কোথায় গেলে পাবেন তার দেখা

এখানে একটু ঘুরে এলে চাঁদে ঘোরার মতই হবে। চাঁদে যাওয়া তো সাধারণ মানুষের এখনও ধরাছোঁয়ার বাইরে। কিন্তু এখানে ঘুরে আসা অতি সহজ।

চাঁদে যাওয়ার ইচ্ছা তো অনেকেরই করে। চাঁদ সম্বন্ধে এত তথ্য জানতে পারা যায়। তার মাটিতে ঘুরতে কেমন লাগবে সেটাও তো একটা দারুণ অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা করার সুযোগ পেলে তা ছেড়ে দেবেন এমন মানুষ খুঁজে মেলা ভার।

কিন্তু সত্যিই তো আর চাঁদে যাওয়া যায়না। তা এখনও সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। কিন্তু যদি তারপরেও ইচ্ছা থাকে চাঁদের মাটিতে হাঁটার, তবে তার জন্য ভারতেই রয়েছে চাঁদের দেশ।

জায়গাটা মুন ল্যান্ড নামেই পরিচিত। চাইলে যে কেউ ঘুরে আসতে পারেন। এখানে ঘুরে আসা মানে প্রকৃতিকে দুচোখ ভরে দেখার সুযোগ আর চাঁদের মাটিতে ঘুরতে কেমন লাগে সেই দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নেওয়া।

ভারতের লাদাখের লেহ-র একটি গ্রাম হল লামায়ুরো। যেখানে রয়েছে একটি বৌদ্ধ মঠ লামায়ুরু। পাহাড়ের ঢালে অবস্থিত এই গ্রাম। হিমালয়ের সুউচ্চ পর্বতের সারি চারধারে। সবুজ এখানে তেমন নেই। আছে পাথুরে পাহাড়ের সারি। সবুজ না থাকায় একটু শুকনো।

এই পাহাড়ি গ্রামকে বলা হয় মুন ল্যান্ড। মানে চাঁদের মাটি। এখানে হেঁটে ঘুরলে যে মাটি বা পাথরের ওপর দিয়ে হাঁটতে হয় তা নাকি চাঁদের মাটির সঙ্গে হুবহু এক! এখানে ঘোরার পর চাঁদে গিয়ে ঘুরলে পায়ের তলায় একই অভিজ্ঞতা হবে।

এমন এক গ্রাম রয়েছে ভারতেই। এই চাঁদের মাটিতে হাঁটার স্বাদ পেতে দেশ বিদেশ থেকে বহু পর্যটক হাজির হন এই গ্রামটিতে। এখানে ঘুরতে আসার উপরি পাওনা পাহাড়ের ঢালে বৌদ্ধ মঠ ও হিমালয়ের এক অন্য সৌন্দর্য।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *