Feature

এ গ্রামের পুরুষরা ২টি করে বিয়ে করেন, কারণ জানলে অবাক হতে হয়

ভারতে এমন এক গ্রাম রয়েছে যেখানে বসবাসকারী পুরুষরা ২টি করে বিয়ে করেন। এটা একটা প্রাচীন রীতি হয়ে উঠেছে। পিছনে রয়েছে একটি কারণ। যা অবাক করে।

Published by
News Desk

ভারত এমন এক দেশ যেখানে বৈচিত্র্য সর্বদা অবাক করে। দেশজুড়ে ছড়িয়ে থাকা প্রচুর গ্রাম। আর সেখানে এক এক রকম প্রথা, রীতি, সংস্কৃতি। যেমন ভারতের একটি গ্রামে বসবাসকারী পুরুষরা ২টি করে বিয়ে করেন।

যদিও হিন্দু বিবাহ আইন অনুযায়ী ১ স্ত্রী থাকতে দ্বিতীয় বিয়ে বেআইনি, তবে এ গ্রামের বাসিন্দারা ওসব নিয়ে চিন্তিত নন। বরং তাঁরা তাঁদের গ্রামের প্রাচীন রীতির হাত ধরেই চলতে পছন্দ করেন। যেখানে প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও তাঁরা দ্বিতীয় বিয়ে করেন। কিন্তু কেন দ্বিতীয় বিয়ে? এখানেই লুকিয়ে আছে চমক।

রাজস্থানের জয়সলমীরের কাছে রামদেও কি বস্তি নামে একটি গ্রাম রয়েছে। এই গ্রামের কোনও ব্যক্তির প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও তিনি দ্বিতীয় বিয়ে করেন। কারণ এ গ্রামে মানুষের বিশ্বাস প্রথম স্ত্রী সন্তানধারণে অপারগ হতে পারেন।

আর যদি তিনি সন্তান ধারণ করেনও তাহলেও তাঁর গর্ভে কন্যা সন্তানই জন্ম নেবে। পুত্র সন্তান নয়। এতে গ্রামে কন্যার সংখ্যা বাড়বে। ছেলের সংখ্যা কমবে। তাই তাঁরা দ্বিতীয় বিয়ে করেন যাতে দ্বিতীয় স্ত্রীর গর্ভে পুত্র সন্তান আসে।

যদিও বর্তমানে এই গ্রামের আধুনিক প্রজন্মের কয়েকজন যুবক এই রীতি মানতে চান না। কিন্তু এখনও এই রীতি বদলায়নি। এ গ্রামে এখনও পুরুষরা অনেকেই দ্বিতীয় বিয়ে করেন প্রাচীন রীতির প্রতি আস্থা ও পুত্র সন্তানের আশায়।

Share
Published by
News Desk

Recent Posts