নদী না থাকা কয়েকটি দেশ, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
ভারত জুড়ে নদী। বড় নদীগুলির নাম অনেকের জানা। কিন্তু এছাড়াও এমন প্রচুর ছোট নদী রয়েছে যা গুনে শেষ করার নয়। পৃথিবীর ইতিহাসে বড় নগর বা শহর স্থাপনের প্রধান শর্ত হল তার পাশে একটি নদীর অবস্থান।
যেমন কলকাতা তৈরি হয়েছে হুগলি নদীর ধারে। যাকে সাধারণভাবে গঙ্গা বলা হয়। কিন্তু এই পৃথিবীতেই এমন অনেক শহর নয়, গোটা দেশ আছে যেখানে দেশজুড়ে কোথাও একটাও নদী নেই। সেখানেও কিন্তু বসতি স্থাপন হয়েছে।
এদের অনেক দেশই বর্ধিষ্ণু ও অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী। একটি দেশে নদী থাকা বা না থাকা নির্ভর করে তার ভৌগলিক অবস্থান, সেখানকার আবহাওয়া, সেই স্থান কতটা উষ্ণ, সেখানে কোনও মিষ্টি জলের উৎস আছে কিনা এমন নানা বিষয়ের ওপর। পৃথিবীতে হাতেগোনা কয়েকটিমাত্র দেশ রয়েছে যে দেশে একটাও স্থায়ী নদী নেই।
এই তালিকায় রয়েছে সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান, বাহরাইন, মোনাকো, মাল্টা, জিবুতি এবং ভ্যাটিকান সিটি। এদের মধ্যে সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান এবং বাহরাইন-এ স্থায়ী নদী না থাকার কারণ এখানকার আবহাওয়া ও ভৌগলিক অবস্থান।
মরুভূমি, শুকনো রুক্ষ আবহাওয়া এসব দেশের বিশেষত্ব। এসব স্থানে বৃষ্টিপাত হয় নামমাত্র। যখন একটু বৃষ্টি বেশি হয়, তখন সেই সব জায়গায় অস্থায়ী নদী তৈরি হয়। জল বয়ে যেতে থাকে। কিন্তু বৃষ্টি থামার পর নদীগুলি ফের শুকিয়ে যায়। একে স্থানীয়রা বলেন ওয়াদিজ।
অন্যদিকে মোনাকো, মাল্টা, জিবুতি বা ভ্যাটিকান সিটি-তে নদী না থাকার কারণ এসব দেশের বহর। পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র ভ্যাটিকান সিটি। বাকি ৩টিও ছোট রাষ্ট্র। এখানে তাই নদী তৈরি হয়নি।
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…