Feature

এটাই বিশ্বের সবচেয়ে লম্বা হাঁটাপথ, কোথা থেকে শুরু করে কোথায় পৌঁছবেন

বিশ্বের সবচেয়ে লম্বা হাঁটাপথ বলে ধরা হয় এই পথকে। যা অতিক্রম করতে গেলে ১৭টি দেশ পার করতে হয়। আরও পার করতে হয় অনেক কিছু।

Published by
News Desk

কেউ যদি হেঁটে বিশ্বের সবচেয়ে লম্বা পথ অতিক্রম করতে চান করতে পারেন, তবে তার জন্য তাঁকে ২২ হাজার ৩৮৭ কিলোমিটার পথ হাঁটতে হবে। যদিও এখনও কেউ এই পথ পুরো অতিক্রম করতে পারেননি।

তবে চাইলে এ পথ অতিক্রম করার চেষ্টা যে কেউ করতে পারেন। কিন্তু যাত্রাপথ কঠিনতম। একাধারে যেখানে সাহারা মরুভূমির অসহ্য গরম সহ্য করতে হবে, তেমনই রাশিয়ার সাইবেরিয়ার বরফে মোড়া অস্বাভাবিক ঠান্ডা সহ্য করতে হবে।

সহ্য করতে হবে নানাধরনের আবহাওয়া। সেই সঙ্গে পার করতে হবে ১৭টি দেশ। কোথা থেকে শুরু করে এ পথ কোথায় পৌঁছয়? দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে এই পথ পৌঁছেছে রাশিয়ার পূর্ব প্রান্তের বন্দর শহর মাগাদান পর্যন্ত।

এই পথে যেতে গেলে ১৭টি দেশ পার করতে হবে। যার মধ্যে দক্ষিণ আফ্রিকা, রাশিয়া ছাড়াও আফ্রিকার বিভিন্ন দেশ, মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার দেশগুলিকে পার করতে হবে।

হাঁটতে গেলে মাঝে পড়বে সুয়েজ প্রণালি। তুরস্কের পথে সুয়েজ প্রণালি পার করতে হবে এই পথে এগিয়ে যেতে হলে। এই পথে কেবল গরম বা ঠান্ডার মত আবহাওয়ার তারতম্যই নয়, সেই সঙ্গে নানা দুর্গম স্থান অতিক্রম করতে হবে।

পাহাড়ি পথ, পাহাড়, উপত্যকা, জনহীন প্রান্তর সহ নানা সমস্যার সম্মুখীন হতেও হতে পারে। তবে কথায় বলে ইচ্ছা থাকলে উপায় হয়। তাই হয়তো কেউ একদিন এই পথ পদব্রজে অতক্রম করবেন।

Share
Published by
News Desk

Recent Posts