Feature

ব্রিটিশরা কখনওই ভারতের এই রাজ্য শাসন করতে পারেনি, নামটা খুব চেনা

ব্রিটিশরা ভারত ছেড়ে যাওয়ার আগে ভারত শাসন করেছে। সর্বত্রই ব্রিটিশ শাসন থাকলেও তারা একটিমাত্র রাজ্যে কোনওদিন শাসন করতে পারেনি।

Published by
News Desk

ব্রিটিশরা ভারতে প্রথমে আসে বাণিজ্য করতে। ক্রমে তারা ভারতে জাঁকিয়ে বসে শাসনের সিদ্ধান্ত নিয়ে ফেলে। প্রায় ২০০ বছর ব্রিটিশরা ভারতে তাদের শাসন চালায়। বহু স্বাধীনতা সংগ্রামীর গভীর আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে অবশেষে ১৯৪৭ সালে আসে স্বাধীনতা।

সে ইতিহাস সকলের জানা। ব্রিটিশরা ভারত ছেড়ে যাওয়ার আগে পর্যন্ত ভারতের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সর্বত্র তাদের শাসন চালিয়েছিল।

কেবল একটিমাত্র রাজ্যে তারা কখনওই শাসন করতে পারেনি। ভারতে ওই একটিমাত্র রাজ্য চিরকাল ব্রিটিশ শাসনের বাইরে থেকেছে। ব্রিটিশরাও সেখানে তেমন দাঁত ফোটাতে পারেনি।

চার‌ধারে আরবসাগরের জলে ঘেরা অপরূপ গোয়া হল সেই রাজ্য যেখানে ব্রিটিশরা কোনওদিনই রাজত্ব করতে পারেনি। দেশি বিদেশি পর্যটকদের অবসর কাটানোর অন্যতম আকর্ষণের নাম গোয়া।

গোয়া ছিল পর্তুগিজ শাসিত অঞ্চল। পঞ্চদশ শতাব্দীতে ভারতে আসে পর্তুগিজরা। আর ব্রিটিশরা আসে সপ্তদশ শতাব্দীতে। ব্রিটিশরা যখন গোটা ভারত শাসন করছে তখনও গোয়ায় পর্তুগিজ শাসনই বজায় ছিল। ব্রিটিশরা সেখানে প্রবেশ করতে পারেনি।

১৯৪৭ সালে ভারত ছেড়ে যাওয়ার সময়ও নয়। ব্রিটিশদের অধরাই থেকে গিয়েছিল গোয়া। প্রসঙ্গত গোয়ায় পর্তুগিজরা প্রায় ৪০০ বছর রাজত্ব করে।

১৯৬১ সালে পাকাপাকিভাবে গোয়া থেকে চলে যায় পর্তুগিজরা। যারা ব্রিটিশ শাসনের সময়ও সেখানে ব্রিটিশদের ঢুকতে দেয়নি। এখনও গোয়া জুড়েই পর্তুগিজ স্থাপত্য ও সংস্কৃতির ছাপ স্পষ্ট।

Share
Published by
News Desk

Recent Posts