Feature

অনেক গাড়িতে সবুজ নম্বর প্লেট দেখা যায়, তার মানে গাড়িটির একটি বিশেষত্ব রয়েছে

গাড়ির পিছনে ও সামনে নম্বর প্লেট থাকে। অনেক গাড়ির নম্বর প্লেট সবুজ রংয়ের হয়। এর কিন্তু বিশেষ কারণ রয়েছে। তাই সবুজ নম্বর প্লেট পেয়েছে ওই গাড়ি।

Published by
News Desk

রাস্তায় চলার পথে অনেক গাড়িই নজরে পড়ে। প্রতিটি গাড়ির নম্বর প্লেট থাকে। এসব নম্বর প্লেটের রং যে এক তাও নয়। একাধিক রংয়ের নম্বর প্লেট দেখতে পাওয়া যায়। তেমনই কিছু গাড়ির নম্বর প্লেট সবুজ রংয়ের হয়।

সবুজের ওপর সাদা দিয়ে নম্বরটা লেখা থাকে। এমন গাড়ি রাস্তায় দেখলে তা নজর কাড়ে তার নম্বর প্লেটের জন্য। মনে প্রশ্ন জাগতেই পারে যে এর নম্বর প্লেট সবুজ কেন?

এ প্রশ্ন অমূলকও নয়। এই সবুজ নম্বর প্লেটের কিন্তু বিশেষ কারণ রয়েছে। তাই ওই গাড়ি সবুজ নম্বর প্লেট পেয়েছে। সেখানেই গাড়িটির বিশেষত্ব।

ভারতে সবুজ নম্বর প্লেটের ওপর সাদা রং দিয়ে লেখা নম্বর মানে সেই গাড়িটি একটি ইলেকট্রিক ভেহিকল। মানে বিদ্যুৎচালিত গাড়ি। তারমানে এ গাড়ি পেট্রোল বা ডিজেলে চলে না।

বর্তমানে জ্বালানি ব্যবহারে রাশ টানার চেষ্টা চলছে বিশ্বজুড়ে। যাতে বিশ্ব উষ্ণায়নে লাগাম দেওয়া যায়। কিন্তু তার মানে তো স্তব্ধ হয়ে যাওয়া নয়। চাকা স্তব্ধ হওয়া নয়। তাই এখন ক্রমে বিশ্বজুড়ে পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ির চল বাড়ছে।

অনেকে গাড়ি কিনছেন ইভি বা ইলেকট্রিক ভেহিকল কিনা তা দেখে। এমন গাড়ি হলে তার নম্বর প্লেট সবুজ হচ্ছে। সবুজ রং দিয়ে পরিবেশবান্ধব বোঝানো হয়ে থাকে। সম্ভবত সেজন্যই এই রং ইভি গাড়ির নম্বর প্লেটে ব্যবহার করা হচ্ছে।

Share
Published by
News Desk

Recent Posts