Feature

ভারতের কি জাতীয় মাছ আছে, থাকলে তার নাম কি

ভারতের জাতীয় ফল, জাতীয় ফুল, জাতীয় পশু এমন নানা তথ্য অনেকের জানা। এভাবে ভারতের জাতীয় মাছ কি। আদৌ কি আছে? যদি থাকে তো নাম কি?

Published by
News Desk

ভারতের জাতীয় পশু, জাতীয় ফল, জাতীয় ফুল এমন সব প্রশ্ন ছোটদের জিজ্ঞাসা করা হয়। তার উত্তরও তারা দিব্যি দিয়ে দেয়। বইতে ছবি দিয়ে এসব তাদর পাঠ্যের অংশ। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় ভারতের জাতীয় মাছ কি? তাহলে অনেকেই একটু হোঁচট খেতে পারেন।

উত্তরটা কি হবে তা নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। কারও মনে হতে পারে ইলিশ। কারও রুই। কারও অন্য কোনও মাছ। কিন্তু ভারতের জাতীয় মাছ কি আদৌ হয়? উত্তর হল হয়না।

ভারতের জাতীয় মাছ বলে কিছু নেই। কিন্তু জাতীয় জলজ প্রাণি আছে। যা গঙ্গায় দেখতে পাওয়া যায়। ২০১০ সালে তাকে জাতীয় জলজ প্রাণি হিসাবে চিহ্নিত করে সরকার।

গঙ্গায় এ প্রাণি সহজে নজর না কাড়লেও গঙ্গার ডলফিন বেশ পরিচিত। যাকে গঙ্গা শুশুক বা শুশু বলা হয়ে থাকে। এরা কিছুটা লাজুক প্রাণি। তবে লকডাউনে থমকে যাওয়া মানুষের ব্যস্ততা এই শুশুকদের গঙ্গায় বারবার খেলা করার সুযোগ দিয়েছিল। গঙ্গায় এদের দেখা গিয়েছিল।

এই গঙ্গার ডলফিনরাই ভারতের জাতীয় জলজ প্রাণি। প্লাটানিস্তা গ্যাঙ্গেটিকা হল এদের বৈজ্ঞানিক পরিচিতি। সব মিলিয়ে গঙ্গার এই প্রাণি কিন্তু সকলের খুব পছন্দের। তারাই এখন দেশের ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল।

Share
Published by
News Desk

Recent Posts