Feature

মাথার ওপর চাঁদ থাকলে মানুষের শরীরে একটি পরিবর্তন হয়, কি শুনলে বিশ্বাস হবেনা

চাঁদ যখন মাথার ওপর অবস্থান করে তখন একজন মানুষের শরীরে এক বিশেষ পরিবর্তন ঘটে। এটা তিনি নিজে বুঝতে পারেননা বটে। তবে পরিবর্তন কিন্তু ঘটে।

Published by
News Desk

মাথার ওপর যেমন দুপুরে সূর্য থাকে, তেমন রাতে এক সময় চাঁদও মাথার ওপর অবস্থান করতে পারে। চাঁদ যখন মানুষের মাথার ওপর অবস্থান করে তখন কিন্তু মানুষের দেহে একটি বিশেষ পরিবর্তন ঘটে।

মানুষ সে সময় চাঁদের দিকে ঘাড় তুলে তাকিয়ে তার শোভা উপভোগ করতে পারেন, কিন্তু এটা বুঝতে পারেননা চাঁদের জন্য তাঁর শরীরে কি হচ্ছে। বিজ্ঞানীরা কিন্তু তা পরিস্কার করে দিয়েছেন।

চাঁদ যখন কোনও মানুষের মাথার ওপর অবস্থান করে তখন সেই মানুষটির ওজন কমে যায়। তিনি অবশ্য তা অনুভব করেননা। ওজন কিন্তু কমে। কতটা ওজন কমে যায়?

বিজ্ঞানীরা তা বোঝানোর জন্য ১০০ কেজি একজন মানুষের ওজন ধরে বিষয়টি পরিস্কার করার চেষ্টা করেছেন। একজন ১০০ কেজির মানুষের দেহের ওজন ০.৪৮ গ্রাম কমিয়ে দেয় মাথার ওপর থাকা চাঁদ।

চাঁদের আকর্ষণে যেভাবে জোয়ার ভাটা হয়, ঠিক সেই প্রভাব মানুষের শরীরেও পড়ে। চাঁদের আকর্ষণ মানুষের শরীরের ওজন সামান্য হলেও হ্রাস করে। যা কেউই টের পান না। কিন্তু মাথার ওপর চাঁদ থাকলে এটা হয়।

তাই চাঁদ দেখতে সুন্দর হলেও তা কিন্তু মানুষের শরীরের ওজন কমায়। তবে তা সাময়িক। চাঁদের আকর্ষণ হ্রাস পেলেই শরীরের ওজন তার জায়গায় ফিরে যায়। বিষয়টি এতটাই সূক্ষ্ম গাণিতিক যে তা বাস্তবে বোঝা যায়না।

Share
Published by
News Desk

Recent Posts