Feature

পেনসিলের গায়ে এইচ বা বি লেখা দেখেছেন, জানেন তার মানে কি

পেনসিলের গায়ে এইচ বা বি অক্ষর দেখতে পাওয়া যায়। যার পাশে আবার নম্বরও থাকে। এর কিন্তু বিশেষ অর্থ রয়েছে। পেনসিল কেনার সময় তা অবশ্যই দেখে নেওয়া উচিত।

Published by
News Desk

পেনসিল তো সকলেই ব্যবহার করেছেন। স্কুল জীবনে যেমন ব্যবহার করেছেন, তেমনই বড় বয়সেও নানা কাজে পেনসিল লাগে। যতই পেন থাক, পেনসিলের একটা আলাদাই প্রয়োজন থাকে।

পেনসিল কেনার সময় অনেকেই লক্ষ্য করেছেন যে তার গায়ে ইংরাজি এইচ বা বি হরফ লেখা থাকে। যার পাশে আবার একটি নম্বর দেওয়া থাকে। এই এইচ বা বি আসলে পেনসিলে ব্যবহৃত গ্রাফাইট হালকা না গাঢ়, নাকি নরম তা বুঝিয়ে দেয়।

যেমন এইচ হরফটি লেখা থাকার মানে হল এর গ্রাফাইটটি খুব শক্ত। ফলে তা দিয়ে খুব গাঢ় লাইন কাটা যাবেনা। হালকা লাইন কাটার জন্য এইচ পেনসিল। এতে গ্রাফাইটের পরিমাণ কম থাকে আর ফিলার বেশি দেওয়া থাকে।

আবার বি হরফ লেখা থাকার মানে সেটিতে ব্যবহৃত গ্রাফাইট নরম। এতে গ্রাফাইটের পরিমাণ অনেক বেশি থাকে। ফিলার কম থাকে। তাই এটি নরম হয়। কিন্তু বি পেনসিলে গাঢ় করে দাগ কাটা যায়। নম্বর দিয়ে তার আবার কম বেশি বোঝানো হয়।

ইংরাজি ইই লেখা পেনসিলও পাওয়া যায়। যার মানে হয় সেই পেনসিলের শিসটিতে গ্রাফাইটের পরিমাণ ৫০ শতাংশ এবং চারকোলের পরিমাণ ৫০ শতাংশ রয়েছে।

এই পেনসিলের দাগ হয় গাঢ় এবং ম্যাট। মানে চকচকে নয়। আবার এফ হরফ দেওয়া পেনসিলও পাওয়া যায়। এই পেনসিল নেওয়া মানে খুব সরু করে তাতে লাইন কাটা যায়।

Share
Published by
News Desk

Recent Posts