কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে হাজারের প্রতীক কে, প্রতীকী ছবি
১ হাজার বোঝাতে অনেক জায়গায় ইংরাজি হরফের ‘কে’ লেখা হয়। কিন্তু ১ হাজার বা ওয়ান থাউজ্যান্ড-এ তো কোথাও কে নেই! তাহলে ১ হাজার মানে কে কেন? এ প্রশ্ন অনেকের মনেই উঁকি দিতে পারে। আর তা উঁকি দেওয়ায় ভুলও কিছু নেই।
আসলে এই কে বুঝতে গ্রিক শব্দভান্ডার সম্বন্ধে ধারনা থাকতে হবে। গ্রিক ভাষায় কেআইএলও বা কিলো মানে ১ হাজার। এই কিলোর কে নিয়ে নেওয়া হয়েছে ছোট করে বোঝার জন্য। যা থেকে ১ হাজারটা বোঝা যায়।
গ্রিকদের সেই কিলোর কে বর্তমানে ১ হাজার বোঝানোর কে। এটা কিন্তু আরও একটি বিষয়ে একটু নজর দিলেই পরিস্কার বোঝা যেতে পারে। তার আগে গ্রিক ভাষায় ১ মিলিয়ন বা ১০ লক্ষ হল মেগা।
তাই মিলিয়ন বোঝাতে এম হরফটা কাজে লাগানো হয়। আবার গ্রিকরা ১০০ কোটি বোঝাতে লেখে গিগা। তাই তার জি হরফটা ১ বিলিয়ন বোঝাতে ব্যবহার হয়।
যদি কম্পিউটারের বাইটে নজর দেওয়া যায় তাহলে সেখানে লেখা হয় কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট। বাইটের সংখ্যা বোঝাতে সেখানে কিন্তু গ্রিক শব্দই ব্যবহার করা হয়েছে।
উনবিংশ শতাব্দীতে বৈজ্ঞানিকরা গাণিতিক ক্ষেত্রে গ্রিক ভাষার এই কে হরফ ব্যবহার করা শুরু করেন। তারপর থেকেই ক্রমে জনপ্রিয় হতে শুরু করে হাজার বোঝাতে কে শব্দটি। যা এখন বহুল প্রচলিত রূপ নিয়েছে।