Feature

কমলা বেড়াল মানেই বিশেষ সংকেত, কমলা বেড়ালের মানে কি

কমলা রংয়ের বেড়াল বাড়িতে, রাস্তায় হামেশাই নজরে পড়ে। এই কমলা রংয়ের বেড়াল দেখলেই কিন্তু একটা বিষয় পরিস্কার বোঝা যেতে পারে। কি জানেন?

Published by
News Desk

বাড়ি থেকে রাস্তা, বেড়াল যেখানে সেখানে দেখতে পাওয়া যায়। গৃহস্থের সঙ্গেই ঘর করে বেড়াল। কিছু বেড়াল বাড়িতে পোষা। কিছু রাস্তায় জীবন কাটায়। বেড়ালদের সঙ্গে মানুষের সহাবস্থানটা প্রজন্মের পর প্রজন্ম ধরে একটা সমঝোতার মধ্যে চালিত হয়। কেউ কারও ক্ষতি করেনা।

তবে বেড়ালের লুকিয়ে আগমনে মাছ, দুধের মত খাবারের ক্ষতি অনেক পরিবারকে মেনে নিতে হয়। মানিয়ে নিতে হয়। বেড়ালদের নানা রং হয়। কালো বেড়াল ভারতের মত দেশে অশুভ বলে ধরেন অনেকে।

বিদেশে আবার কালো বেড়ালের দারুণ কদর। এছাড়া সাদা হয়, ধূসর হয়, সাদার সঙ্গে অন্য রঙের বেড়াল হয়। আবার অনেক বেড়াল কমলা রংয়ের হয়।

কমলা রংটা বেড়ালদের কারও শরীরে বেশ চড়া, কারও খুব হালকা। তবে কমলা রংয়ের বেড়াল মানে কিন্তু একটা বিষয়ে নিশ্চিত হতেই পারেন যে কেউ।

ব্যতিক্রম যে একেবারেই নেই তা নয়, তবে ৮০ শতাংশ কমলা বেড়ালের ক্ষেত্রেই এটা সঠিক। কি সঠিক? কমলা বেড়াল মানে কিন্তু পুরুষ বেড়াল।

দেখা গেছে বিশ্বের ৮০ শতাংশ কমলা বেড়ালই পুরুষ বেড়াল হয়। সাধারণ মানুষ বেড়াল দেখলেই বলে দিতে পারেননা তা পুরুষ না স্ত্রী বেড়াল। কিন্তু কমলা রং দেখে ধরে নেওয়া যেতেই পারে বেড়ালটি পুরুষ।

যদিও ২০ শতাংশ কমলা বেড়াল স্ত্রীও হয়। তবে বাড়ির আশপাশে কোনও কমলা বেড়াল দেখলে মোটামুটি নিশ্চিত হতেই পারা যায় যে সেটি পুরুষ বেড়াল। যাকে বাংলায় বলে হুলো বেড়াল।

Share
Published by
News Desk

Recent Posts