Feature

বিশ্বের এই চেনা দেশগুলিতে একজনও ভারতীয় পাওয়া যায়না

বিশ্বের যে প্রান্তেই যাওয়া যাক একজন না একজন ভারতীয়ের দেখা পাওয়া যাবেই। কিন্তু এমনও কয়েকটি অতি পরিচিত দেশ রয়েছে যেখানে একজনও ভারতীয় থাকেন না।

Published by
News Desk

কথায় বলে বিশ্বের যে প্রান্তেই যাওয়া যাক সেখানে একজন ভারতীয় বাসিন্দার খোঁজ মিলবেই। এমন অনেক দেশই রয়েছে যেখানে ভারতীয়ের সংখ্যা চোখে পড়ার মতন। বিশ্বের কোণায় কোণায় ছড়িয়ে পড়া ভারতীয়দের এই পরিচিতিও কোথাও গিয়ে ধাক্কা খায়।

হতে পারে হাতেগোনা, তবে এমনও কয়েকটি দেশ রয়েছে যেখানে একজনও ভারতীয় বাসিন্দা পাওয়া যায়না। আর সেসব দেশের নাম শুনে অনেকেই অবাক হবেন যে ওই দেশেও একজন ভারতীয় নেই!

সকলের অতি পরিচিত এক ইউরোপীয় দেশ বুলগেরিয়া। বুলগেরিয়া পরিচিত তার প্রাকৃত সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য। দেখা গেছে ইউরোপের বিভিন্ন দেশে ভারতীয়দের থাকার প্রবণতা দেখা গেলেও বুলগেরিয়ায় তা দেখা যায়না। খুব অবাক শোনালেও কোনও ভারতীয় বুলগেরিয়ার বাসিন্দা নন।

দ্বিতীয় এমন দেশ হল রোমের ভ্যাটিকান সিটি। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্র। এখানে বছরের নানা সময় ভারতীয়রা পর্যটক হিসাবে গেলেও ভ্যাটিকান সিটিতে কোনও ভারতীয়কে বাসিন্দা হিসাবে পাওয়া যায়না।

ইউরোপের আরও একটি ছোট্ট দেশ হল সান মারিনো। ইতালির লাগোয়া সান মারিনো তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানেও ভারতীয়দের পর্যটক হিসাবে ঘুরতে দেখা গেলেও একজনও এখানকার বাসিন্দা নন।

প্রশান্ত মহাসাগরের ওপর অনেক দ্বীপের একটি হল টুভালু। ছোট্ট ভূখণ্ড নিয়ে বিশ্বের আর একটি ক্ষুদ্র রাষ্ট্র হল এই দ্বীপ রাষ্ট্রটি। যেখানে নানা সময় ভারতীয়দের বেড়াতে দেখা যায়। তবে তাঁরা সকলেই পর্যটক। কেউই এখানকার বাসিন্দা নন।

Share
Published by
News Desk

Recent Posts