Feature

আধুনিক বিশ্বের এই দেশগুলিতে কোনও বিমানবন্দর নেই, জানেন সেগুলির নাম

বিশ্ব এখন আধুনিকতার মোড়কে সমৃদ্ধ। আর আধুনিকতার অন্যতম শর্ত হল শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা। সেখানে বিশ্বের কয়েকটি দেশে বিমানবন্দরই নেই।

Published by
News Desk

বিশ্ব এখন ছুটে চলেছে। সবক্ষেত্রেই ইঁদুর দৌড়ে শামিল মানুষ। সময়ের বড়ই অভাব। তাই চাই শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা। যা সময় বাঁচাবে। এক প্রান্ত থেকে আর এক প্রান্তে খুব দ্রুত পৌঁছে যেতে এখনও সবচেয়ে বড় ভরসা বিমান।

ফলে কোনও দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত হয় তার বিমানবন্দর কতটা বিস্তৃত তার ওপর। কিন্তু এমন এক ছুটতে থাকা বিশ্বে যোগাযোগের অন্যতম হাতিয়ার বিমানই নামতে পারেনা বিশ্বের ৫টি দেশে।

শুনে মনে হতেই পারে এগুলি হয়তো বিশ্বের দরিদ্রতম দেশগুলির ৫টি হবে। কিন্তু তা একেবারেই নয়। বরং সবকটিই বিশ্বে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী মহাদেশ ইউরোপে।

এই ৫টি দেশে বিমান ওঠানামার বালাই নেই। কারণ বিমানবন্দরই নেই। তাও এই ৫টি দেশ চলছে। বিশ্বের সবচেয়ে ছোট দেশ বলা হয় ভ্যাটিকান সিটি-কে। ইতালির রোমের মধ্যেই রয়েছে স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে ভ্যাটিকান সিটি। যার কোনও বিমানবন্দর নেই।

ইতালির সঙ্গেই প্রায় লেগে আছে আর একটি দেশ সান মারিনো। ৬১ বর্গকিলোমিটারের এই অতি ছোট দেশটির কোনও বিমানবন্দর নেই।

মধ্য ইউরোপে রয়েছে লিশটেনস্টাইন নামে একটি ক্ষুদ্র রাষ্ট্র। এদেরও কোনও বিমানবন্দর নেই। বাকি যে ২টি দেশে বিমানবন্দর নেই সে ২টি হল অ্যান্ডোরা ও মোনাকো।

অ্যান্ডোরা হল ফ্রান্স ও স্পেনের মাঝে অবস্থিত অতি ক্ষুদ্র রাষ্ট্র। আর মোনাকো হল পশ্চিম ইউরোপের একটি ছোট্ট নগর রাষ্ট্র। এদের ভূখণ্ডেও কোনও বিমানবন্দর নেই।

Share
Published by
News Desk

Recent Posts