Feature

প্রস্রাব করে অভিনব উপায়ে প্রচুর মানুষের প্রাণ রক্ষা, বিখ্যাত হয়ে ওঠে এই কুকুর

লোকের মুখে মুখে ছড়িয়ে পড়তে থাকে অভিনব সেই ঘটনা। কুকুরটি তার এই অসাধারণ কাজের জন্য তারিফ পেতে থাকে সবার কাছে।

Published by
News Desk

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের কথা। তখন কোথায় যে কখন বোমা এসে আছড়ে পড়বে, বিস্ফোরণে কেঁপে উঠবে চারধার, বহু মানুষের প্রাণ কেড়ে নেমে একটি বোমা তা বোঝা যাচ্ছিল না।

সাধারণ মানুষের জীবন কাটছিল প্রবল আতঙ্কের মধ্যে। যে কোনও সময় যে কোনও কিছু ঘটে যেতে পারে। এমনই একটি বোমা এসে আছড়ে পড়েছিল লুফটওয়াফে থেকে।

প্রসঙ্গত লুফটওয়াফে ছিল জার্মানির আকাশপথে আক্রমণের অন্যতম হাতিয়ার। সেখান থেকে বোমা নিক্ষেপের পর সেই বোমাটি এসে আছড়ে পড়ে এক ব্যক্তির বাগানে।

সেটি চোখে পড়ে তাঁর পোষা কুকুর জুলিয়ানা-র। সেটা দেখার পর কাউকে কিছু জানানোর আগেই জুলিয়ানা সেটিকে এক অদ্ভুত উপায়ে নিষ্ক্রিয় করে দেয়।

জুলিয়ানা বোমাটি দেখতে পেয়েই তার ওপর এসে প্রস্রাব করে দেয়। জল পড়ে নষ্ট হয়ে যায় বোমাটি। এই ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে রীতিমত হইচই ফেলে দেয়।

মুখে মুখে ছড়িয়ে পড়তে থাকে জুলিয়ানার এই জার্মানির নিক্ষেপ করা বোমা নিষ্ক্রিয় করার ঘটনা। চারিদিক থেকে কুকুরটি তার এই অসাধারণ কাজের জন্য তারিফ পেতে থাকে।

সে সময় কোনও প্রাণির বিশেষ কাজের জন্য তাকে ব্লু ক্রশ মেডেল দেওয়া হত। জুলিয়ানাকে তার এই প্রস্রাব করে বোমা নিষ্ক্রিয় করার ঘটনার জন্য ব্লু ক্রশ মেডেলে ভূষিত করা হয়।

প্রসঙ্গত জুলিয়ানার এই মেডেলটি এক সময় ব্রিস্টলের একটি বাড়ি থেকে উদ্ধার হয়। ধুলো মাখা অবস্থায় হেলায় পড়ে থাকা মেডেলটি পরে নিলামে বিক্রি হয়ে যায়।

Share
Published by
News Desk

Recent Posts