Feature

চিকিৎসকেরা কেন সাদা কোট পরেন, পিছনে রয়েছে বিশেষ কারণ

চিকিৎসকেরা বিশেষ ধরনের একটি সাদা কোট পরে রোগী দেখে থাকেন। হাসপাতালে ঘোরেন। কেন এমন এক সাদা কোট। এর পিছনে রয়েছে বিশেষ কারণ।

Published by
News Desk

একজন ছাত্র চিকিৎসক হলে তিনি চিকিৎসকদের বিশেষ সাদা কোট পরার অধিকার পান। বিশ্বের নানা প্রান্তে তাই মেডিক্যাল কলেজগুলিতে এই সাদা পোশাক পরার অধিকার পাওয়াকে সামনে রেখে বিশেষ উৎসব হয়। কিন্তু কেন এমন সাদা কোট পরেন চিকিৎসকেরা?

এর পিছনে কিন্তু কারণ রয়েছে। শতাধিক বছর ধরেই এমন এক পোশাক পরার রীতি চলে আসছে। চিকিৎসকেরা এই কোট গায়ে পরে রোগী দেখেন, হাসপাতালে ঘোরেন। গলায় অনেক সময় ঝোলানো থাকে স্টেথোস্কোপ।

অনেক চিকিৎসক আবার তা হাতেও রাখেন। এই স্টেথোস্কোপ যেমন একজন চিকিৎসককে চিনতে সাহায্য করে, তেমনই এই সাদা পোশাক।

প্রাথমিকভাবে এই সাদা পোশাক পরে থাকলে চিকিৎসক বলে ব্যক্তিকে আলাদা করে চেনা যায়। যা তাঁর সহকর্মীরাও দেখে চিনতে পারেন। আবার রোগী ও রোগীর পরিজনেরাও দেখে বুঝতে পারেন।

একটা সময় ভুয়ো চিকিৎসকদের থেকে আসল চিকিৎসকদের আলাদা করতে এই সাদা পোশাকের চল হয়েছিল। যা এখন কিন্তু একটি পরম্পরা। চিকিৎসাশাস্ত্রের ছাত্রছাত্রীদের কাছে এটা একটা স্বপ্ন।

আবার রোগীরাও এমন এক পোশাকে কেউ তাঁদের পরীক্ষা করছেন, ওষুধ লিখে দিচ্ছেন দেখলে মনে মনে ভরসা পান। এটাও একটা বড় কারণ। অনেক চিকিৎসক এখনও রোগী দেখার সময় সর্বত্র এই সাদা পোশাক গায়ে রাখেন।

এদিকে অনেকে মনে করেন এভাবে সাদা পোশাকটি জামার ওপর পরে থাকলে যে জামাটি পরে আছেন রোগী দেখতে দেখতে সেটা ময়লা হওয়ার সম্ভাবনা কমে।

Share
Published by
News Desk

Recent Posts