Mixed Bag

অন্য রুট, ইজি চেয়ারে পা দুলিয়ে রামের সাথে কিষ্কিন্ধ্যায়

নিঃসন্দেহে অভিনব ভাবনা। যাঁদের পায়ের তলায় সর্ষে তাঁদের এই অতিমারিতেও একদম অন্য রুটে ভগবান রামের সঙ্গে পায়ে পায়ে ঘোরার সুযোগ দেবে এই কাজ।

রামায়ণ তো অনেকেই পড়েছেন বা শুনেছেন। অনেকে দেখেছেনও। সেখানে রাজা রাম বা ভগবান রামকে সবচেয়ে বেশি ভ্রমণ করতে দেখা গেছে তাঁর ১৪ বছরের বনবাসকালে।

তাঁর এই ১৪ বছরের বনবাসকাল রামায়ণের মূল কাহিনির সিংহভাগ ভরে রেখেছে। রাম, সীতা ও লক্ষ্মণ অযোধ্যা থেকে বনবাসে বার হওয়ার পর এক এক করে বিভিন্ন জায়গায় হাজির হন।

সেখানে তাঁদের সঙ্গে জড়িয়ে আছে নানা কাহিনি। রাম যে পথে এগিয়ে যে যে জায়গায় পা রেখেছিলেন সেই সেই জায়গা হয়েই এগিয়েছে বইয়ের পাতা। আর সেখানেই তার অভিনবত্ব। একদম ভগবান রামের রুটেই মানুষকে ঘুরিয়েছেন বিক্রান্ত পাণ্ডে ও নীলেশ কুলকার্নি।

ভারতীয়রা ঘুরতে পছন্দই করেন। অনেকেই বছরের বিভিন্ন সময় ছুটি পেলেই পাড়ি জমান এখানে সেখানে। তাঁরাও এখন করোনার জেরে গৃহবন্দি। বহুদিন বাইরে ঘুরতে যাওয়া নেই। তাঁদেরও ঘোরার আনন্দ দেবে এই বইটি।

‘ইন দ্যা ফুটস্টেপস অফ রামা’ ভগবান রামের সঙ্গেই এগিয়ে গেছে অযোধ্যা থেকে। তারপর দণ্ডকারণ্য হয়ে পঞ্চবটী। যা নাসিকের কাছে। সেখান হয়ে বই পৌঁছে গেছে রামের পথেই হাম্পির কাছে কিষ্কিন্ধ্যায়।

তারপর সেখান থেকে রামেশ্বরম হয়ে শ্রীলঙ্কা। এর মাঝে রাম যেখানে যেখানে পা রেখেছিলেন সেখানেই পৌঁছেছে লেখা। রামের পায়ে পায়ে ঘুরিয়েছে পাঠকদের।

ভগবান রামের এগোনো পথ ধরেও যে একটি ভ্রমণ কাহিনি লেখা যায় তা অবশ্যই ভাবনার দিক থেকে নতুনত্বের দাবি রাখে।

তাছাড়া এই বই পড়ার পর অনেকেই এই রুটে ঘুরতে যাওয়ার একটা পরিকল্পনা ছকে নিতে পারেন। যাতে হয়তো অনেকটাই কাজে লাগবে এই বইটি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

November 26, 2025

তুষার যুগের পর আচমকা জেগে উঠল সে, মাঝে পার হল ১২ হাজার বছর

সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…

November 26, 2025

৯৫ বছর বয়সে এখনও বাস চালান, বিস্ময় বৃদ্ধের নামে দিবস ঘোষণা করল শহর প্রশাসন

যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…

November 25, 2025

টানা ১০৬ কিলোমিটার হেঁটে রোবট জানাল ১ জোড়া নতুন জুতো দরকার

মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…

November 25, 2025

৭০ বছর পর বাংলায় দেখা মিলল অতি বিরল প্রজাতির হরিণের, যার নাভিতে থাকে ভুবনভোলা গন্ধ

অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…

November 25, 2025

ঘুমন্ত রাজ্য বলে পরিচিত দেশের এই রাজ্য, পিছনে রয়েছে বিশেষ কারণ

এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…

November 25, 2025