Astro Tips

সন্তানের ও পরিবারের শ্রীবৃদ্ধি ও কল্যাণের উপায়

সংসার ও সন্তানের ভাল কে না চায়। সামান্য একটা কাজ করলে শ্রীবৃদ্ধি হয় সংসারের। পরিবারে আসে সুখশান্তি। বিশাল খরচের মধ্যে পড়তে হবে বলে মনে হয় না।

Published by
Sibsankar Bharati

এখানে যে বিষয়গুলি উল্লেখ করছি তা আমার মন গড়া কোনও কথা নয়। যে কাজগুলির কথা বলছি তাতে বড় ধরণের আর্থিক খরচের মধ্যে পড়তে হবে বলে মনে হয় না।

যাঁরা নানান সমস্যায় আছেন, আর যাঁরা এই বিষয়গুলিতে একেবারেই অবিশ্বাসী অথচ সমস্যায় আছেন, তাঁরাও না হয় কোরামিন বা ডেকাড্রন না ভেবে অবিশ্বাসের সঙ্গেই করে দেখতে পারেন, আর যাই হোক, ক্ষতি কিছু হবে না।

বিভিন্ন সময়ে ভারতের নানা প্রান্তে ভ্রমণকালীন পথচলতি সাধুসঙ্গের সময় মানুষের কল্যাণে সাধুদের দেওয়া উপদেশের ভিত্তিতে এই কথাগুলি বলা।

প্রতিদিন খাওয়ার সময় সামান্য কিছু খাবার পাতে রেখে দিন। এই খাবার এমন জায়গায় ফেলুন যেখানে পশু পাখিরা খেতে পারে।

এতে সুখ-শান্তি আর শ্রীবৃদ্ধি হয় সংসারের। ছেলে কিংবা মেয়ের জন্মের পর মিষ্টি বিলি না করে নিমকি বিতরণ করলে জাত সন্তানের সার্বিক কল্যাণ হয়। — তথ্য – শিবশংকর ভারতী

Share
Published by
Sibsankar Bharati

Recent Posts