Astro Tips

লম্বা পাত্রীর সঙ্গে বেঁটে পাত্রের বিয়ে, জ্যোতিষশাস্ত্রের মতামত – শিবশংকর ভারতী

খুবই প্রয়োজনীয় এই তথ্যটি জেনে রাখুন, শেয়ার করে বাকিদের জানান।

Published by
Sibsankar Bharati

বরের তুলনায় কনে যদি লম্বা হয়, তাহলে, প্রচলিত কথা, সেই কনের সঙ্গে বিবাহদান নিষিদ্ধ। অনেকেই একথা মাথায় রাখেন। বিয়ের সময় বাড়ির গুরুজনেরাও বিষয়টিকে গুরুত্ব দেন। দেখে নেন কনে পাত্রের চেয়ে লম্বা নয়তো!

পরম্পরায় চলতে চলতে এমন অবস্থা দাঁড়িয়েছে যে এটা কার্যত বৈবাহিক ক্ষেত্রে অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে।

বর বা কনেকে নিয়ে ছাদনাতলার মস্করাতেও জায়গা পেয়েছে এই লম্বাত্বের তত্ত্ব। কিন্তু কেন এমন নিয়ম। কেনই বা বরকে কনের চেয়ে লম্বা হতেই হবে। নচেৎ বিবাহই অনেকের চোখে অসম্ভব!

কেন নিষিদ্ধ তার কারণ খুঁজে পাইনি, তবে এটা ঠিক জ্ঞানত সকলে দেখে থাকে বর লম্বা কিনা বউয়ের তুলনায়। এটা দেখতে দেখতে চোখে সেট হয়ে গিয়েছে, ফলে দেখতে ভালো লাগে না।

পেশার দৌলতে এমন বৈপরীত্য দেখেছি বহু পরিবারে, বিশেষ করে অবাংলাভাষীদের মধ্যে। তারা ভালো আছে। ফলে বরকে লম্বা হতে হবে এমন ধারণা নিছক কুসংস্কার মাত্র। — তথ্য – শিবশংকর ভারতী

Share
Published by
Sibsankar Bharati

Recent Posts